প্রিয়জন ও রংধনু আসর সম্পর্কে মতামত এবং কয়েকটি প্রস্তাব
https://parstoday.ir/bn/news/letter-i84687
রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা এবং ওয়েব সাইটে এর ভিজিটর।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
নভেম্বর ১৭, ২০২০ ১২:০৩ Asia/Dhaka
  • প্রিয়জন ও রংধনু আসর সম্পর্কে মতামত এবং কয়েকটি প্রস্তাব

রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা এবং ওয়েব সাইটে এর ভিজিটর।

৯ নভেম্বর ‘প্রিয়জন’ অনুষ্ঠানটি শুনলাম। দীর্ঘ দুই সপ্তাহ বাদে প্রিয়জন-এর আসর বসেছিল আজ। দীর্ঘ বিরতির পর আজকের আসরে তাই লক্ষণীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফেসবুক লাইভে এ সংখ্যাটা ছিল অন্যান্য দিনের চাইতে বেশি। এর হবে নাই বা কেন? এ আসর তো শ্রোতাদের একান্ত আপন, নিজেদের আসর।

যাইহোক আজকের আসতে সুন্দর সুন্দর সব চিঠি পড়া হলো। আজকের আসরের সাক্ষাৎকার ছিল নিয়মিত শ্রোতা রাজবাড়ী বাংলাদেশের শাওন হোসেন-এর। খুব সুন্দর করে বলেছেন ভাই শাওন যে, রেডিও তেহরানের কিছু মৌলিক বৈশিষ্ট্য। সেই সাথে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করলে ইরানের অগ্রগতি অর্জন সম্বন্ধে জানতে পারবো আমরা। এ বিষয়ে খুব ভালো প্রস্তাব। এটা আমরাও চাই। অনুষ্ঠানের শেষে বাংলা গানটি ভালো লেগেছে। তবে অনুরোধ জনাব ফার্সি গান শোনানোর জন্য। কারণ বাংলা গান আমরা স্থানীয় বেতারে শুনতে পারি না অন্য মাধ্যমে। কিন্তু ফার্সি গান আপনাদের বেতার থেকেই শুনতে চাই।

এর আগে ২৯ অক্টোবর তারিখের রংধনু আসর'-এ নতুন একটি শিক্ষণীয় গল্প শুনেছি। প্রতারক সারস ও কাঁকড়ার গল্প অত্যন্ত চমৎকারভাবে পরিবেশন করা হলো। আশা করি সকল শিশু-কিশোর বন্ধুরা এই গল্পটি উপভোগ করেছে এবং এই গল্প থেকে শিক্ষা লাভ করেছে। আমাদের সমাজেও এমন অনেক সারস পাখির মত প্রতারক আছে; এদের থেকে সাবধান থাকতে হবে সবাইকে। এবং কৌশলে এড়িয়ে চলতে হবে এসকল প্রতারকদের থেকে।

অনেক দিন থেকেই, এমন সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে উপদেশপূর্ণ ও দিকনির্দশনামূলক পথেয় আমাদের মুগ্ধ করে। আমার প্রস্তাব, এসকল নানা প্রাণীর গল্পের পাশাপাশি, ইসলামের ইতিহাস, হাদীস থেকেও গল্প শোনাতে পারেন। তাতে কিন্তু ধর্মীয় দিকনির্দেশনাও থাকবে। আশা করি পরের আসরে ছোট্ট সোনামনিদের আরও সুন্দর সুন্দর গল্পের পাশাপাশি গান ও সাক্ষাৎকার শুনতে পারব।

বর্তমানে প্রচুর শ্রোতা মেইল করছেন, রিসিপশনের রিপোর্ট পাঠাচ্ছেন। সবাই চাই তাদের মেইল অনুষ্ঠানে পড়ে শোনানো হোক। কিন্তু সপ্তাহে একদিন প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাদের সব মেইল পড়ে শোনানো সম্ভব নয়, আমরা জানি। এক্ষেত্রে নিদেনপক্ষে প্রাপ্তি স্বীকার করা হোক সব চিঠি বা মেইল-এর। কিছু নিয়মিত শ্রোতা অনেক মেইল পাঠান প্রতি মাসেই। কিন্তু পড়া হয় মাত্র ২-৪ টি। এক্ষেত্রে অবশ্যই আমাদের লেখা মেইলগুলোর সংখ্যা জানিয়ে প্রাপ্তিস্বীকার করা যেতে পারে।

সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনায়। ধন্যবাদান্তে,

 

এস এম নাজিম উদ্দিন

ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ,

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭