রেডিও তেহরানের স্বাস্থ্যকথা ও কুরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i85584
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ ডিসেম্বর, বুধবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও ‍কুরআনের আলো।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২০ ১৬:১৫ Asia/Dhaka
  • রেডিও তেহরানের স্বাস্থ্যকথা ও কুরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে মতামত

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ ডিসেম্বর, বুধবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও ‍কুরআনের আলো।

ওইদিনের প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে। এসব অনুষ্ঠানের মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা নিয়মিত অনুষ্ঠান। এ অনুষ্ঠানগুলো আমাদেরকে দেশ-বিদেশ সম্পর্কে আপটুডেট রাখে। অন্যদিকে স্বাস্থ্যকথা ও কুরআনের আলো সাপ্তাহিক অনুষ্ঠান। এগুলো আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।

স্বাস্থ্যকথা’য় সাপের কামড় নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডাঃ বুলবুল সারোয়ার। সাপে কাটার মত একটি অপ্রচলিত বিষয় নিয়ে আলোচনা করায় রেডিও তেহরান ও ডাক্তার সাহেবকে ধন্যবাদ জানাই।

দুই পর্বের আলোচনা থেকে সাপের কামড় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এসব তথ্য ও জ্ঞান ভবিষ্যতে আমার নিজের, পরিবারের বা আত্মীয়-স্বজনের জীবন বাঁচাতে সহায়ক হবে।

তবে আজ সবচেয়ে বেশি ভালো লেগেছে কুরআনের আলো অনুষ্ঠানটি।কুরআনের আলো’র উপস্থাপনায় ছিলেন রেজওয়ান হোসেন ও নাসির মাহমুদ। তাদের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে।

প্রথমেই সূরা আশ-শুরার ৪০ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও ব্যাখ্যা করা হয়। এ আয়াত থেকে জানতে পারি যে, মন্দের প্রতিফল হবে অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় তার জন্য রয়েছে পুরস্কার। যে যতটুকু মন্দ কাজ করেছে তাকে ঠিক ততটুকু শাস্তিই দিতে হবে। বেশি শাস্তি দেয়া যাবে না। আর ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেয়াই উত্তম। কেননা আল্লাহ ক্ষমাকারীকে পুরস্কৃত করবেন।

এরপর ৪১ ও ৪২ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও ব্যাখ্যা করা হয়। এসবের আয়াতের সারমর্ম হল, নির্যাতিত ব্যক্তি একাকী শাস্তি দিতে না পারলে অন্যের সাহায্য নিতে পারবে। এক্ষেত্রে সমাজের উচিত হল তাকে সহযোগিতা করা। আর সব সময় জালিমদের ঘৃণা করতে হবে। কেননা আল্লাহর নির্ধারিত আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই আল্লাহ প্রদত্ত আইন মেনে চলতে হবে। এটি প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক।

সবশেষে সূরা আশ-শুরার ৪৩ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও ব্যাখ্যা প্রচারিত হয়। এই আয়াতে অপরাধীদেরকে আবারো ক্ষমার কথা বলা হয়েছে। অন্যের অপরাধ ক্ষমা করা কঠিন কাজ। তাই এটি আল্লাহর কাছে প্রিয়। যারা মহান ও প্রশস্ত আত্মার অধিকারী, তারাই ক্ষমা করতে পারে। অপরাধীকে শাস্তি দেয়া বা ক্ষমা করা যায়। অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া সঙ্গত। তবে ক্ষমাই উত্তম।

সূরা আশ-শুরার এ আয়াতগুলোর তরজমা ও ব্যাখ্যা জেনে খুব ভালো লাগছে। আল্লাহ আমাদেরকে তার নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করুক- সে কামনাই করি।   

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ- ২৩০০

বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।