কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-২০)
https://parstoday.ir/bn/news/quiz-i131920
'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি ডিসেম্বর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৩ ১৬:৫৫ Asia/Dhaka
  • কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-২০)

'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি ডিসেম্বর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২০তম পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর-২০২৩। লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে দেওয়া হবে একটি আকর্ষণীয় রেডিও সেট।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি মহাকাশে সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল পাঠিয়েছে। ক্যাপসুলটির ওজন কত?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট parstoday.ir/bn-এ সার্চ করুন)

নিয়মাবলি:

০১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

০২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

০৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

০৪. লিংকে দেওয়া গুগল ফরমটি পুরণ করে উত্তর পাঠাতে হবে: https://forms.gle/zhC2oA2oBrp2yX3u8

০৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীর ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

০৬. বিজয়ীকে পুরস্কার হিসেবে রেডিও সেট ও সনদপত্র দেয়া হবে।

০৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।