শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ পত্রলেখা প্রতিযোগিতা
বাংলাদেশের কুড়িগ্রামের 'শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ' গত ২৯ ফেব্রুয়ারি ৩২ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রেডিও তেহরানের রংপুর বিভাগীয় শ্রোতাবন্ধুদের জন্য চলতি মাসে (মার্চ ২০২৪) এক বিশেষ পত্রলেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগের যেকোনো শ্রোতা এতে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
১. ০১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঠানো ইমেইল ও হাতে লেখা চিঠিগুলোই প্রতিযোগিতার অন্তর্ভূক্ত হবে।
২. ইমেইল বা চিঠির সংখ্যা এবং গুণগত মান বিবেচনায় ৩ (তিন) জনকে বিজয়ী নির্বাচিত করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
৩. রেডিও তেহরানের যেকোনো অনুষ্ঠান কিংবা ইরান সম্পর্কে প্রতিদিন একাধিক চিঠি বা ইমেইল পাঠানো যাবে।
৪. চিঠি বা ইমেইলে প্রতিযোগীর ছবিসহ পূর্ণাঙ্গ ডাক ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
৫. চিঠি/ইমেইল পাঠাতে হবে এই ঠিকানায় [email protected] এবং অবশ্যই সি সি (কপি) দিতে হবে [email protected] এই ঠিকানায়।
৬. হাতে লেখা চিঠি পাঠাতে চাইলে তা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়:
বিশেষ পত্রলেখা প্রতিযোগিতা-২০২৪
প্রযত্নে:- শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ, কামাত আঙ্গারিয়া,
হাসপাতাল রোড, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম -৫৬৭০
ফোন: ০১৭১৩৭৩০৯৭৮
৭. ইমেইলে সাবজেক্টের স্থানে “বিশেষ পত্র লেখা প্রতিযোগিতা-২০২৪” লিখতে হবে।
৮. প্রতিযোগিতার বিষয়ে শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।