পবিত্র কুরআনই গাজায় সর্বোচ্চ প্রতিরোধের প্রেরণা: ইমাম খামেনেয়ী (র)
(last modified Sun, 02 Feb 2025 12:27:33 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ১৮:২৭ Asia/Dhaka
  • পবিত্র কুরআনই গাজায় সর্বোচ্চ প্রতিরোধের প্রেরণা: ইমাম খামেনেয়ী (র)
    পবিত্র কুরআনই গাজায় সর্বোচ্চ প্রতিরোধের প্রেরণা: ইমাম খামেনেয়ী (র)

পার্স-টুডে- ইউরোপ ও উত্তর আমেরিকার যুব সমাজের কাছে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ীর চিঠি লেখার দশম বার্ষিকী উপলক্ষে তাঁর দপ্তরের ওয়েব-পেইজ khamenei.ir-এর এক্স অ্যাকাউন্টে ফরাসি ভাষায় একটি বার্তা প্রকাশ করা হয়েছে। অবশ্য ইউরোপের অন্যান্য ভাষায়ও তা প্রকাশ করা হয়েছে। 

এই অ্যাকাউন্টে সেই ঐতিহাসিক চিঠির কিছু গুরুত্বপূর্ণ অংশ আবারও প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও গত হিজরি সনের তথা ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের প্রথম দিনে পবিত্র কুরআনের মাহফিলে যে বক্তব্য রেখেছিলেন তার কিছু অংশও তুলে ধরা হয়েছে এতে।

পার্স-টুডের রিপোর্ট অনুযায়ী এই টুইট-বার্তার অনুবাদ নিচে দেয়া হল: 

'তোমরা কি এ পর্যন্ত কখনও সরাসরি মুসলমানদের ধর্মীয়-গ্রন্থ কুরআন পড়েছ? ইসলাম সম্পর্কে ধারণা নাও পবিত্র কুরআন এবং মহানবীর জীবনী থেকে। পবিত্র কুরআনের সুবাদেই গাজায় প্রতিরোধের সর্বোচ্চ পর্যায় দেখানো সম্ভব হয়েছে বিশ্বের কাছে।' ২০১৫ সালের জানুয়ারি মাসে ইউরোপ ও উত্তর আমেরিকার যুব সমাজকে উদ্দেশ করে লেখা এক বার্তায় ইমাম খামেনেয়ী বলেছিলেন, 

ইসলাম সম্পর্কে আগাম নানা রায় বা বাছ-বিচার (অনিরপেক্ষ মতামত) ও মিথ্যা প্রচারণার বন্যার-জবাবে তোমরা এই ধর্মটির সম্পর্কে সরাসরি জানার চেষ্টা করো। সুস্থ যুক্তিবাদী মনের দাবী এই যে, তোমাদেরকে তারা ভয় দেখিয়ে যা থেকে দূরে রাখার চেষ্টা করছে তোমরা অন্তত সেটার প্রকৃতি ও ধরণ সম্পর্কে জানবে।

আমার ব্যাখ্যা কিংবা ইসলামের অন্য কোনো ব্যাখ্যা গ্রহণ করতেও আমি জোর করছি না। আমি যা বলতে চাই তা হল, বর্তমান দুনিয়ায় ইসলামের মতো একটি শক্তিশালী ও প্রভাবশালী বাস্তবতার সঙ্গে পরিচয় বিদ্বেষ ও অশুভ লক্ষ্যের মাধ্যমে হতে দেবে না। (তাদের তথা সাম্রাজ্যবাদীদের) ভাড়া করা সন্ত্রাসীদেরকে ইসলামের প্রতিনিধি হিসেবে তুলে ধরার সুযোগ দিও না। ইসলামের প্রাথমিক ও মৌলিক উৎস থেকে ইসলামের জ্ঞান অর্জন করো। কুরআন ও মহান নবীর (সা.) জীবন থেকে ইসলাম সম্পর্কে তথ্য নাও।

আমি প্রশ্ন করতে চাই, তোমরা কি কখনো মুসলমানদের কুরআন সরাসরি পড়েছ? ইসলামের নবীর (সা.) শিক্ষা ও তাঁর মানবিক এবং নৈতিক শিক্ষাগুলো নিয়ে তোমরা কি কখনো গবেষণা করেছো? মিডিয়া ছাড়া অন্য কোনো উৎস থেকে তোমরা কখনো ইসলামের বাণী গ্রহণ করেছো ? তোমরা কি কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছো, কিভাবে ও কোন্ মূল্যবোধগুলোর ভিত্তিতে এই ইসলাম বহু শতাব্দী ধরে দুনিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক সভ্যতাকে লালন করেছে এবং শ্রেষ্ঠ সব বিজ্ঞানী, পণ্ডিত ও চিন্তাবিদ গড়ে তুলেছে? '

ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত হিজরি সনে তথা হিজরি ১৪৪৫ সালের রমজানের প্রথম দিনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ নৃশংসতা ও অপরাধযজ্ঞের মোকাবেলায় গাজার জনগণের চরম ধৈর্য ও প্রতিরোধের দিকে ইশারা করে বলেছেন যে আমরা আজ গাজায় প্রতিরোধের যে সর্বোচ্চ পর্যায় দেখছি তা কুরআনের মর্মবাণী অনুধাবন ও তা বাস্তবায়নেরই সুফল।

উল্লেখ্য দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠী এক বছর তিন মাস ধরে বর্বরোচিতভাবে নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে তার বন্দি সেনাদের মুক্ত করতে ও জনপ্রিয় ইসলামী গণ-প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। তারা হামাসের রকেট নিক্ষেপের ক্ষমতাও নস্যাত করতে পারেনি। এ অবস্থায় অবশেষে গত ১৫ জানুয়ারি বুধবার ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধ-বিরতির সমঝোতা মেনে নিতে রাজি হয়। ১৯ জানুয়ারি রোববার বিকাল থেকে তা কার্যকর করা শুরু হয়। #   

পার্সটুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।