মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন ইস্যু
ইসরায়েলি অপরাধযজ্ঞ সম্পর্কে মুসলিম উম্মাহ'র উদাসীন থাকা উচিত নয়: পাক-আলেম
-
পাকিস্তানের উলেমা ফ্রন্ট সমিতির করাচি শাখার প্রধান মুফতি মুহাম্মদ দাউদ
পার্স-টুডে: পাকিস্তানের উলেমা ফ্রন্ট সমিতির করাচি শাখার প্রধান মুফতি মুহাম্মদ দাউদ বলেছেন: ইসলামের শত্রুরা যখন মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তখন মুসলিম বিশ্বের অনেক নেতা উদাসীনতার গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন এবং দাম্ভিক শক্তিগুলোর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন।
শাইখুল হাদীস মুফতি মুহাম্মদ দাউদ "ইসলামিক ইরান; ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি ইসলামিক মর্যাদা" শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক ওয়েবিনারে বলেন: আজ ইসলামী উম্মাহর জাগরণ, ঐক্য এবং কুরআন ও সুন্নাহর শিক্ষার দিকে প্রত্যাবর্তন আগের চেয়েও বেশি জরুরি।
মুফতি মুহাম্মদ দাউদ জোর দিয়ে বলেন যে, নিপীড়নের মুখে নীরবতা পাপে শরিক হওয়ার শামিল এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের প্রতি উদাসীন থাকা ইসলামী উম্মাহর উচিত নয়। তিনি মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন: যদি ইরান ও পাকিস্তান ঐক্যবদ্ধ হয় এবং মসজিদের মিম্বর, মেহরাব, ধর্মতত্ত্ব শিক্ষা-কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় থেকে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া হয়, তাহলে কোনও বিশ্বশক্তি তাদের মোকাবেলা করতে পারবে না।"
মালয়েশিয়ায় ইসলামী ঐক্যের উপর আঞ্চলিক সম্মেলন
মুসলিম মাজহাবগুলোর ঐক্য বা ঘনিষ্ঠতা বিষয়ক বিশ্ব-ফোরামের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন হামিদ শাহরিয়ারি মালয়েশিয়ান বেসরকারি সংস্থাগুলো ইসলামী পরামর্শ পরিষদের চেয়ারম্যান মৌলভী আজমি আব্দুল হামিদের সাথে এক বৈঠকে বলেছেন: মুসলিম মাজহাবগুলোর ঐক্য বা ঘনিষ্ঠতা বিষয়ক বিশ্ব-ফোরাম ঐক্য-কেন্দ্রীক বিষয়গুলো নিয়ে বিশেষ করে ফিলিস্তিন ইস্যু ও মালয়েশিয়ায় মুসলিম ঐক্য জোরদারে এর ভূমিকার উপর আলোকপাত করে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে আগ্রহী এবং এই ক্ষেত্রে এটি মালয়েশিয়ার ইসলামিক বেসরকারি সংস্থাগুলোর ইসলামী পরামর্শ কাউন্সিলের সাথে সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত।
আজমী আব্দুল হামিদ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মালয়েশিয়ায় এই ধরনের একটি সম্মেলন আয়োজনকে কার্যকর, ফলপ্রসূ এবং এই অঞ্চলের চাহিদার উপযোগী বলে বিবেচনা করেছেন এবং আরও বলেছেন: "এই অঞ্চলে ঐক্য ও সম্প্রীতির আলোচনায় প্রবেশের জন্য ফিলিস্তিনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দু হতে পারে। ফিলিস্তিনের ইস্যু ছাড়াও, মায়ানমার, থাইল্যান্ড এবং ফিলিপাইনের মুসলমানদের সমস্যাগুলোকেও ঐক্যের ইস্যুর সাথে যুক্ত করা যেতে পারে, কারণ এই অঞ্চলের মুসলমানরা মুসলিম অধিকারের ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি, এবং এই কাঠামোর মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিকল্পনাকে এই সমাজে আরও বেশি স্বাগত জানানো হবে।" #
পার্স টুডে/এমএএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।