হজরত জয়নাব (সা.আ.)'র পবিত্র মাজারের বাছাইকৃত কিছু ছবি
https://parstoday.ir/bn/news/religion_islam-i101160-হজরত_জয়নাব_(সা.আ.)'র_পবিত্র_মাজারের_বাছাইকৃত_কিছু_ছবি
গত কয়েকদিন আগে হজরত জয়নাব (সালা.)'র পবিত্র জন্মবার্ষিকী পালিত হলো। হযরত জয়নাব (সা.)র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবার প্রতি আবারো রইল অনেক অনেক অভিনন্দন। হযরত জয়নাব (সা.) ষষ্ঠ হিজরির ৫ই জমাদিউল আউয়াল জন্মগ্রহণ করেন। এমন এক মহীয়সী রমণী ছিলেন তিনি, যাঁর সম্মান-মর্যাদা আর সাহসী ভূমিকার ঐশ্বর্যে ইসলামের ইতিহাসের পাতা স্বর্ণোজ্জ্বল হয়ে আছে। তিনি ছিলেন হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা.) এর তৃতীয় সন্তান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১২, ২০২১ ১৬:৪৫ Asia/Dhaka
  • হজরত জয়নাব (সালা.)র পবিত্র মাজারের বাছাইকৃত ছবি
    হজরত জয়নাব (সালা.)র পবিত্র মাজারের বাছাইকৃত ছবি

গত কয়েকদিন আগে হজরত জয়নাব (সালা.)'র পবিত্র জন্মবার্ষিকী পালিত হলো। হযরত জয়নাব (সা.)র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবার প্রতি আবারো রইল অনেক অনেক অভিনন্দন। হযরত জয়নাব (সা.) ষষ্ঠ হিজরির ৫ই জমাদিউল আউয়াল জন্মগ্রহণ করেন। এমন এক মহীয়সী রমণী ছিলেন তিনি, যাঁর সম্মান-মর্যাদা আর সাহসী ভূমিকার ঐশ্বর্যে ইসলামের ইতিহাসের পাতা স্বর্ণোজ্জ্বল হয়ে আছে। তিনি ছিলেন হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা.) এর তৃতীয় সন্তান।

হযরত জয়নাব (সা.আ.)’র শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে সাহস সঞ্চয় করা। নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিয়ে নির্বিঘ্নে আল্লাহর পথে সংগ্রাম করা। কায়েমি স্বার্থবাদীদের সাথে দ্বীনের ব্যাপারে কোনোরকম আপোষ না করার শিক্ষা লাভ করা এবং পার্থিব জগতের ধন-সম্পদকে তুচ্ছ জ্ঞান করে পরকালীন স্বার্থকে জীবনের সর্বোত্তম প্রাপ্তি হিসেবে গ্রহণ করা এবং তা অর্জনের ক্ষেত্রে এগিয়ে যাওয়া। সকল কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন