কুরআন অবমাননার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ-সমাবেশ
https://parstoday.ir/bn/news/religion_islam-i126256-কুরআন_অবমাননার_প্রতিবাদে_লন্ডনে_বিক্ষোভ_সমাবেশ
মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদে ব্রিটেনের রাজধানী লন্ডনে গতকাল (রোববার) বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ ছিল শিশু-কিশোর ও তরূণ। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ৩১, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka

মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদে ব্রিটেনের রাজধানী লন্ডনে গতকাল (রোববার) বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ ছিল শিশু-কিশোর ও তরূণ। 

তারা 'লাব্বাইক ইয়া কুরআন, 'লাব্বাইক ইয়া হোসাইন' 'লাব্বাইক ইয়া মাহদি' প্রভৃতি শ্লোগান দেন। এ সময় তারা ইংরেজী ও আরবি ভাষায় 'সালাম ফারমান্দে' গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করে। 

সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাশেম মুসাভি বলেন: "আমরা পবিত্র কুরআন ও নবী পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য এখানে সমবেত হয়েছে। পবিত্র কুরআন এবং মুসলমানদের অবমাননার পরও পশ্চিম ইউরোপে কুরআন মর্যাদা রক্ষায় জনসমাগম বেড়েছে এবং এতে তরুণদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।"

পরে বিক্ষোভকারীরা পবিত্র কুরআন হাতে নিয়ে লন্ডনের কেন্দ্রীয় সড়ক প্রদক্ষীণ করেন।# 
 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।