• ইরানিরা আরব নাকি পারস্য?

    ইরানিরা আরব নাকি পারস্য?

    এপ্রিল ১৯, ২০২৫ ২০:৪০

    পার্সটুডে-ইরান একটি প্রাচীন এবং বিশাল বিস্তৃত ভূমি, জাতিগত বিশাল বৈচিত্র্য সত্ত্বেও ইতিহাস জুড়ে জাতীয় ঐক্য এবং সংহতি ছিল নিবীড়। ইরানিরা কি আরব নাকি পারস্য? পার্সটুডে'র এই নিবন্ধে আমরা এ প্রশ্নের উত্তর খুঁজবো।