নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা সহযোগিতা সীমিত করবে
https://parstoday.ir/bn/news/world-i153256-নেদারল্যান্ডস_যুক্তরাষ্ট্রের_সাথে_গোয়েন্দা_সহযোগিতা_সীমিত_করবে
পার্সটুডে-ইংরেজি সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের ঘন ঘন পরিবর্তনের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২১, ২০২৫ ১৬:০৭ Asia/Dhaka
  • ডাচ গোয়েন্দা সংস্থার প্রধান এরিক আকেরবুম
    ডাচ গোয়েন্দা সংস্থার প্রধান এরিক আকেরবুম

পার্সটুডে-ইংরেজি সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের ঘন ঘন পরিবর্তনের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে: অপব্যবহারের আশঙ্কাজনিত উদ্বেগের কারণে নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার গোয়েন্দা সহযোগিতা সীমিত করবে।

ইংরেজি সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস সোমবার ওই প্রতিবেদনে লিখেছে: ডাচ গোয়েন্দা সংস্থার (AIVD) প্রধান এরিক আকেরবুম এবং দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (MIVD) পরিচালক পিটার রিসিঙ্ক ডাচ সংবাদপত্র "ডি ফুলকস্ক্রান্ট"-এর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন: "তথ্যের রাজনীতিকরণ" এর কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তথ্য বিনিময় করার ক্ষেত্রে আরও সতর্ক হয়ে উঠেছে। পার্সটুডে আরও জানায়, তারা জোর দিয়ে বলেছেন যে এই বিধিনিষেধগুলো বিশেষভাবে রাশিয়া সম্পর্কিত তথ্যের ওপর আরোপ করা হয়েছিল এবং তথ্য শেয়ার করার সিদ্ধান্ত এখন কেস-বাই-কেস ভিত্তিতে নেওয়া হয়। কেননা, পুতিনের প্রতি ট্রাম্পের অবস্থান চলতি বছর (২০২৫) বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। সে কারণেই আশঙ্কা করা হচ্ছে যে, ওয়াশিংটন রাশিয়াকে সাহায্য করার ক্ষেত্রে সেই তথ্য ব্যবহার করতে পারে।

দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে: এই সাক্ষাৎকারে, আকেরবুম গোয়েন্দা সহযোগিতা হ্রাসের আরেকটি কারণ হিসেবে মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ওয়াশিংটন এ ক্ষেত্রে যথেষ্ট সংবেদনশীল নয়।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মার্কিন সাইবার কমান্ডের প্রধান এবং দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (NSA) পরিচালক টিমোথি হ্যাগ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার ডেপুটি ওয়েন্ডি নোবেলকে এপ্রিল মাসে বরখাস্ত করার ঘটনায় ওয়াশিংটনের সাথে নেদারল্যান্ডসের গোয়েন্দা সহযোগিতা হ্রাস করার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।

দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে: এ প্রসঙ্গে, ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা প্রধান এবং বর্তমানে ইউরোপীয় সংসদের সদস্য বার্ট গ্রোয়েটস নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশক ধরে গোয়েন্দা সহযোগিতার কথা উল্লেখ করে একটি বিবৃতি দেন। বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন যদি এই সহযোগিতা ব্যবহার করে হল্যান্ডের মিত্রদের বিচ্ছিন্ন করার চেষ্টা করে তবে তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।