চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী: লেখক মুশতাক আগেও অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন
https://parstoday.ir/bn/news/uncategorised-i87940-চট্টগ্রামে_স্বরাষ্ট্রমন্ত্রী_লেখক_মুশতাক_আগেও_অন্যের_বিশ্বাসের_প্রতি_আঘাত_করেছিলেন
প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ ফেব্রুয়ারি শুক্রবারর কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৭:৪১ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ ফেব্রুয়ারি শুক্রবারর কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, পর্যালোচনা দরকার-নূর খান লিটন, লাশ মর্গে এখনও হয়নি ময়নাতদন্ত-দৈনিক যুগান্তর
  • ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুসতাকের কারাগারে মৃত্যু-ইত্তেফাক
  • চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ -মানবজমিন
  • রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ
  • কাল বিএনপির সমাবেশ: খুলনায় পরিবহন চলাচল বন্ধের গুঞ্জন-বাংলাদেশ প্রতিদিন
  • ভূমিদস্যুকে বাঁচাতে মামলা ভিক্ষুকের বিরুদ্ধে-সমকাল

ভারতের শিরোনাম:

  • মোদীর ব্রিগেডের আগেই অমিত, মঙ্গল-বুধ সভা কলকাতায়, মমতার ভবানীপুরে রোড-শো -আনন্দবাজার পত্রিকা
  • এবারও নারী দিবসে পথে নামছেন মমতা, বিধানসভা ভোটের আগে দিতে পারেন বিশেষ বার্তা -সংবাদ প্রতিদিন
  • না জানিয়ে কোডিড টিকার পরীক্ষা ভোপালে -দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ-দৈনিক মানবজমিন

পিলখানা ট্রাজেডি

পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫-২৬শে ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত ঘটনায় নিহত সেনাসদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।গতকাল দিবসটি উপলক্ষে বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্টের পক্ষে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ সেনাসদস্যদের সম্মানে স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়াও এদিন সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল স্তরের সেনাসদস্যদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এদিকে শহীদদের আত্মার শান্তি কামনায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর সহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবি’র সকল মসজিদ এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে পিলখানায় বিডিআর জওয়ানদের গুলিতে শহীদ সেনা কর্মকর্তাদের চোখের জলে স্মরণ করছে স্বজন-সহকর্মীরাও। স্বজন-সহকর্মীরা পুষ্পাঞ্জলি দেন শহীদদের কবরে।

৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে নিহতদের পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। অশ্রুসিক্ত চোখে দিনটি স্মরণ করে শোকে স্তব্ধ তারা। বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনরা এসেছিলেন ফুল হাতে বুকচাপা কান্না নিয়ে। কারো বাবা-মা, কারো সন্তান কারো স্ত্রী চোখের জলে স্মরণ করেন প্রিয়জনকে। এই হত্যাযজ্ঞের ১২ বছরেও সব মামলার রায় না হওয়ায় এবং নেপথ্যের কারণ সামনে না আসায় হতাশা প্রকাশ করেন শহীদদের স্বজনেরা।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পিলখানা হত্যা মামলার বিচার নিষ্পত্তি হলেও ১২ বছরেও বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। মামলাটির বিচার চলতি বছরে শেষ হয়ে যাবে বলে রাষ্ট্রপক্ষ আশা প্রকাশ করেছে। ২০১৩ সালের ৫ই নভেম্বর নিম্ন আদালতে হত্যা মামলা রায় ঘোষণা করার পর ২০১৭ সালের ২৭শে নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি হয়। এ ঘটনার বিস্ফোরক আইনে করা মামলা এখনো বিচারাধীন।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাকের কারাগারে মৃত্যু-ইত্তেফাক, প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে প্রকাশিত খবরে লেখা হয়েছে,রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রচিন্তার লেখক মুসতাক আহমেদ বৃহস্পতিবার রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মারা গেছেন। গত বছরের ৬ মে রমনা থানায় র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

কারাগারে মৃত্যু লেখক মুশতাক আহমেদ

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার দেব দুলাল কর্মকার বলেন, সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে যান। তখন তাকে কারারক্ষীরা উদ্ধার করেন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।গত বছরের ৪ মে থেকে ৬ মে ধারাবাহিকভাবে রাজধানীর কাকরাইল, লালমাটিয়া, বাড্ডা ও বনানী এলাকা থেকে র‌্যাবের হাতে আটক চারজন হলেন- আহমেদ কবির কিশোর, মুশতাক আহমেদ, দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান। পরে রমনা থানায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এই চারজনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। বাকিরা হলেন, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দীন।তবে প্রথম আলোর এক খবরে লেখা  হয়েছে, বিশিষ্ট সমাজকর্মী নূর খান লিটন তার প্রতিক্রিয়া বলেছেন,লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, পর্যালোচনা দরকার।

র‌্যাবের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন। অভিযুক্ত ১১ জন দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জাতির জনক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শরীফ জানান, কাশিমপুর কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে তার কারণ জানা সম্ভব হবে।

চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী-লেখক মুশতাক আগেও অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী সেখানে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন করেন।

 ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কীভাবে হয়েছে, ঘটনার তদন্তে কমিটি গঠিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে লেখকের কথা বললেন, মুশতাক আহমেদ। তিনি আগেও দু-একবার তাঁর লেখনীতে আইনশৃঙ্খলা কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। সে জন্য অনেকেই মামলা করেছিলেন।

প্রথম আলোকে মুশতাক আহমেদেরে মৃত্যুর প্রতিক্রিয়াল সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন,লেখক ও শিক্ষক হিসেবে আমি মর্মাহত। এমন একটা মামলার মারপ্যাঁচে ফেলে মুশতাক আহমেদকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অন্যায়। এই মুহূর্তে আমি এই মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোরের মুক্তি চাই।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।

মুশতাকের স্ত্রী লিপার প্রতিক্রিয়া

মুশতাকের স্ত্রী  লিপা আক্তার বলেছেন, গত ১০টা মাস স্বামী মুশতাক আহমেদের স্মৃতির সঙ্গে বসবাস ছিল লিপা আক্তারের। সেই স্মৃতি নিয়েই তাঁকে আজীবন বাঁচতে হবে, কখনো ভাবেননি।

আজ শুক্রবার রাজধানীর লালমাটিয়ায় মুশতাক আহমেদের বাসায় কথা হয় তাঁর স্ত্রী লিপা আক্তারের সঙ্গে। এর আগে বেলা ১১টা ৫০-এর দিকে তাঁকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়।  স্বজনেরা ধরে ধরে তাঁকে বাসায় ওঠান। বাসায় পৌঁছেই লিপা আক্তার শাশুড়ি জেবুন্নেসা রাজ্জাককে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। বারবার শুধু বলতে থাকেন, ‘এটা কী হলো!’ কাছে দাঁড়িয়ে তখন নীরবে কেঁদে চলেছেন লিপার শ্বশুর মো. আবদুর রাজ্জাক। লিপা আক্তার প্রথম আলোকে বলেন, ধরে নিয়ে যাওয়ার পর গত ১০ মাসে একবারের জন্যও তাঁর সঙ্গে মুশতাক আহমেদের দেখা হয়নি। হাইকোর্টে জামিন আবেদনের সময় আদালতে আনা হয় না। সবশেষ ২৩ ফেব্রুয়ারি তাঁকে নিম্ন আদালতে আনা হয়েছিল। কিন্তু তখন লিপা ছিলেন হাসপাতালে।

রোহিঙ্গা প্রসঙ্গ: রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি। একইসঙ্গে সেখানের রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চান।

বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া ভূমিকায় জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেন। এ সময় রোহিঙ্গা সংকট তুলে ধরেন ড. মোমেন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সদা প্রস্তুত বলে জানান মহাসচিব।

ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, বাংলাদেশের সমুদ্রসীমায় ভাসমান অবস্থায় একদল রোহিঙ্গা অবস্থান করছে এবং তাদেরকে উদ্ধারের জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বিবিসির এমন প্রতিবেদনের তথ্যগত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই তথ্য সঠিক নয়, ভুল। ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনেক দূরে।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে দৈনিকগুলোতে, মানবজমিন লিখেছে শিক্ষামন্ত্রী -শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অভিযোগ করে বলেছেন, একটি মহল তাদের বিভ্রান্ত করছে। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য বারবারই অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, চিহ্নিত ওই মহল কখনো ভাস্কর্যের নামে আন্দোলন করছে, কখনো বিদেশি একটি সংবাদমাধ্যমে মিথ্যা নানান তথ্য প্রচার করছে, সাজানো নাটক প্রচার করছে। সেগুলোর সবকিছুতে বিফল হয়ে এখন আমাদের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। গতকাল রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আজকে যখন বৈশ্বিক সংকট চলছে, সেই সময়ে শিক্ষাবান্ধব সরকার, বঙ্গবন্ধু কন্যার সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে। এটা সকল ভিসিদের সঙ্গে আলাপ-আলোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ৭ কলেজের ক্ষেত্রে কেন আমরা ব্যতিক্রম করছি, একান্তই মানবিক কারণে। কারণ তারা তিন বছর পিছিয়ে আছে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদেরকে পরীক্ষা দেয়ার সেগুলো যথারীতি চলবে-এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সারা দেশে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা কোনো ধরনের আন্দোলনে যাবেন না এবং তারা তিন মাস পর পরীক্ষা দেবেন।

সাত কলেজে পরীক্ষা হতে পারলে অন্যদের দোষ কোথায়- একথা বলেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা এহসানুল হক মিলন। তিনি বলেন, ছাত্রদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এটা হয়েছে তাদের ঘরে বসিয়ে রাখায়। এ কারণেই আজ তারা পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। পরীক্ষার বিকল্প পরীক্ষা। অটোপাস হতে পারে না। তিনি আরো বলেন, দেশের করোনা পরিস্থিতি ভালো। ভ্যাকসিনও এসে গেছে।

আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণার পর এবার পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকালে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছেন রাজধানীর শিক্ষার্থীরা। রোববারের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

কাল বিএনপির সমাবেশ: খুলনায় পরিবহন চলাচল বন্ধের গুঞ্জন-বাংলাদেশ প্রতিদিন

খুলনা জেলার ১৮টি সড়কে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিএনপির দাবি, শনিবার খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে। যাতে করে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে আসতে না পারে।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথা রেখেই প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় সিটিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। -

ভূমিদস্যুকে বাঁচাতে মামলা ভিক্ষুকের বিরুদ্ধে-সমকালের এ রিপোর্টটিতে লেখা হয়েছে, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভিক্ষা করে সংসার চালান ষাটোর্ধ্ব আবদুল হামিদ। এক দিন ভিক্ষা না করলে তার চুলোয় আগুন জ্বলে না। অনাহারে থাকতে হয়। বন বিভাগের জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে আবদুল হামিদের বিরুদ্ধে পরপর তিনটি মামলা করেছেন এক বন কর্মকর্তা। অথচ তিনি এসবের কিছুই জানেন না। প্রকৃত ভূমিদস্যুকে রক্ষা এবং নিজের গা বাঁচাতেই ওই ভিক্ষুককে বন মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এক মামলায় তিন মাস জেলও খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে ফের ভিক্ষাবৃত্তি শুরু করেছেন আবদুল হামিদ। ভিক্ষার চাল বিক্রি করে তিনি মামলার খরচ চালাচ্ছেন বলে জানান তার আইনজীবী। গাজীপুরের শ্রীপুর রেঞ্জের কাওরাইদের বলদীঘাট বিট কর্মকর্তা আইয়ুব খান প্রকৃত অপরাধীকে আড়াল করতে পার্শ্ববর্তী যুগীরসীট গ্রামের মৃত একাব্বর শেখের ছেলে হামিদকে আসামি করে মামলাগুলো করেছেন বলে অভিযোগ উঠেছে।

অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার ৩৬ শতাংশ মেয়েশিশু-মানবজমিন

অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ৩৬ শতাংশের বেশি মেয়েশিশু। পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয়ের দ্বারা ২৭ শতাংশ এবং অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি দ্বারা ১৮ শতাংশের বেশি মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার। বৃহস্পতিবার দুপুরে ‘অনলাইনে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা’ ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এতথ্য জানায় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি ঢাকা ও সাতক্ষীরায় ১৭৮ শিশুর ওপর জরিপ করে এতথ্য প্রকাশ করে। আসকের জরিপ প্রতিবেদনে বলা হয়, ৮২ জন ছেলে ও ৯৬ জন মেয়েশিশুর উপর জরিপ করা হয়। এতে ৮ শতাংশের বেশি মেয়েশিশু অনলাইনে যৌন শোষণ, হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে। প্রায় ৮ শতাংশ শিশু সাইবার বুলিং ও যৌন আবেদনমূলক কনটেন্টের মুখোমুখি হয়েছে । ২৩ শতাংশ মেয়েশিশু যৌন কনটেন্টের মুখোমুখি হয়েছে।

৪৬ শতাংশ অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পেয়েছে। এতে আরো বলা হয়, জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশের বেশি শিশুদের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। বাকিরা মা বা বাবার ফোন ব্যবহার করে। ১৫ থেকে ১৮ বছর বয়সী শতকরা ৬৩ শতাংশ ছেলেশিশু মেয়েশিশুদের তুলনায় নিজেদের বেডরুমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়।

সভায় আসক জানায়, ২০১১ সালে অনলাইনে নির্যাতনের শিকার হয়েছিল ৩৫ জন শিশু। ২০২০ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩৯৯ শিশু অনলাইনে নির্যাতনের শিকার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশে ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল প্রায় ৮ লাখ। এখন ১১ কোটিতে পৌঁছেছে। সরকার ৩০ হাজার পর্নো সাইট বন্ধ করেছে। ইন্টারনেটে পর্নো সাইট অনুসন্ধানে বাংলাদেশ শীর্ষ দশে ছিল। এখন বাংলাদেশের অবস্থান ১০০এর নিচে রয়েছে। নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব পালনের জন্য সবাইকে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে, দক্ষতা গড়ে তুলতে হবে।

আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ,

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কোভিড পরিস্থিতি মাথায় রেখেই নির্বাচন, ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের-সংবাদ প্রতিদিন

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলার ২৯৪, কেরলের ১২০, তামিলনাডুর ২৪০, অসমের ১২৬ ও পুদুচেরির ৩০টি আসনে নির্বাচন এপ্রিল মাসে। করোনা বিধি মেনেই নির্বাচন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।

এ দিন ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। সে ক্ষেত্রে রাজনীতিকদের প্রচার এবং ভাষণের দিকে কড়া নজর থাকবে কমিশনের। ৪ থেকে ১০ মে-র মধ্যে গণনা শেষ হওয়ার কথা।

মোদীর ব্রিগেডের আগেই অমিত, মঙ্গল-বুধ সভা কলকাতায়, মমতার ভবানীপুরে রোড-শো-আনন্দবাজার পত্রিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ মার্চ আসছেন কলকাতায়। বিজেপি-র ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন তিনি। তার আগে ফের দু’দিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ওই দু’দিনের সফরে মূলত কলকাতাতেই তাঁর কর্মসূচি। উত্তর ও দক্ষিণ কলকাতায় দু’টি জনসভাও করতে পারেন তিনি।

আপাতত রাজ্য বিজেপি-র পাখির চোখ ব্রিগেড সমাবেশ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, ওই সমাবেশকে ঐতিহাসিক চেহারা দিতে হবে। জমায়েতের ক্ষেত্রে নতুন নজির তৈরি করার জন্য রাজ্য নেতারা ইতিমধ্যেই তৎপর। তার আগে কলকাতায় একাধিক সভা করে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রাজ্য নেতারা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, অমিত আসবেন মঙ্গলবার। সে দিন কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি কর্মসূচি হবে উত্তর কলকাতায়। সেখানে একটি জনসভা করবেন অমিত। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে ওই যাত্রার সূচনা করেন তিনিই। যে পথে রথ ঘুরছে তাতে শুক্রবার রাতেই ‘পরিবর্তন যাত্রা’ কলকাতায় ঢুকে যেতে পারে।

পরের দিন বুধবার দক্ষিণ কলকাতায় রোড-শো এবং সমাবেশ করতে পারেন অমিত। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, দক্ষিণে অমিতের সভা হবে হাজরা মোড়ে। তার আগে ভবানীপুরে হবে রোড-শো। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা ভবানীপুর থেকেই নীলবাড়ি দখলের লড়াইয়ে প্রচার পর্ব শুরু করেছিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এ বার সেখানেই রোড-শো করার কথা অমিতের।

এবারও নারী দিবসে পথে নামছেন মমতা, বিধানসভা ভোটের আগে দিতে পারেন বিশেষ বার্তা-সংবাদ প্রতিদিন

নারীশক্তির প্রতিভূ তিনি। এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে আন্তর্জাতিক নারী দিবসকে (International Women’s Day) যে তিনি আলাদা গুরুত্ব দেবেন, সেটাই প্রত্যাশিত। জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন নারীদিবসেও পথে নেমে মিছিল করবেন। হবে রোড শো’ও। তবে এবার মুখ্যমন্ত্রীর মিছিলের রুট বদলাচ্ছে বলে খবর।

দলীয় সূত্রে খবর, এ বছর ৮ মার্চ ভবানীপুর থেকে যাদবপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবার সাধারণত উত্তর থেকে মধ্য কলকাতায় পদযাত্রা করেন তিনি। এবার দক্ষিণ কলকাতায় তিনি রোড শো করবেন। যখনই রাজনৈতিক ক্ষেত্রে কোনও বড় ইস্যু তৈরি হয়েছে, প্রতিবাদের পথে নামতে হয়েছে তৃণমূল নেত্রীকে, তিনি বেছে নিয়েছেন এই দিনটিকে। আর এ বছর রাজ্যে বিধানসভা ভোট। শুক্রবার বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যে কবে থেকে ভোটপর্ব শুরু হচ্ছে। আর নির্বাচনকে সামনে রেখেই নারী দিবসে পথেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর দলীয় সূত্রে।

ফণা তুলছে ভারতীয় প্রজাতি, ৫ রাজ্যে ‘বিপদসংকেত’, আসছে করোনার দ্বিতীয় ঢেউ-আনন্দবাজার পত্রিকা

যুদ্ধজয়ের মুখে আচমকা রণকৌশল বদলে ফেলে শত্রুপক্ষের হামলা!কিছু দিন আগেও চিকিৎসকদের একাংশ মনে করছিলেন, করোনা ‘যুদ্ধে’ জয়ের পথে এগোচ্ছে দেশ তথা বাংলা। টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ায় এবং আক্রান্তের সংখ্যা দ্রুত কমতে থাকায় কিছুটা স্বস্তিও পেয়েছিলেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। ঠিক সেই সময়ই চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফিরে এল করোনাভাইরাস।

জিনের ‘সিকোয়েন্স’ করে জানা গিয়েছে, ভারতে করোনার নতুন প্রজাতির সন্ধান মিলেছে। মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, কর্নাটক, ছত্তীসগঢ়ে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, তাতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) আছড়ে পড়লে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন চিকিৎসকেরা।

না জানিয়ে কোডিড টিকার পরীক্ষা ভোপালে-দৈনিক আজকাল

সাদা গাড়িতে মাইক বাজিয়ে প্রচার করা হয়েছে, ‘আসুন, টিকা নিন, পেয়ে যান ৭৫০ টাকা।’ অতিমারী সঙ্কটে করোনা টিকা নেওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে, এই লোভনীয় ‘অফার’ উপেক্ষা করতে পারেননি ভোপালের বস্তিবাসীরা। ছুটে গিয়ে ‘টিকা’ নিয়েছেন তাঁরা। এভাবেই নাকি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায় সম্পূর্ণ হয়েছে গত ডিসেম্বরে। চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, যাঁরা টিকা নিতে এসেছিলেন, তাঁদের মাত্র কয়েকজনকেই ‘আসল’ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। বাকিদের শরীরে প্রবেশ করানো হয়েছিল এক তরল পদার্থ (প্লেসবো‌), যা সাধারণত টিকাকরণের মহড়া চলাকালীন ব্যবহার করা হয়ে থাকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।