জেনারেল সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা
(last modified Thu, 23 Dec 2021 13:05:24 GMT )
ডিসেম্বর ২৩, ২০২১ ১৯:০৫ Asia/Dhaka
  • ইনসেটে জেনারেল কাসেম সোলাইমানি
    ইনসেটে জেনারেল কাসেম সোলাইমানি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারি এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি আজ (বৃহস্পতিবার) এই বিবৃতি প্রকাশের কথা জানান। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইরাক-ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে কাজেম গরিবাবাদি বলেন, “বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন ও এ সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয়ে ইরাক এবং ইরান অত্যন্ত জোরালোভাবে ও আন্তরিকতার সাথে তদন্ত করবে এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সিদ্ধান্তদাতা ও  বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ