আবুধাবিতে হামলার মাধ্যমে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: ইয়েমেনের তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i102784-আবুধাবিতে_হামলার_মাধ্যমে_ইসরাইলকে_বার্তা_দেওয়া_হয়েছে_ইয়েমেনের_তথ্যমন্ত্রী
ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ শামি বলেছেন, আবুধাবিতে হামলার মাধ্যমে দখলদার ইসরাইলকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জানুয়ারি ২২, ২০২২ ১৬:১৭ Asia/Dhaka
  • দাইফুল্লাহ আশ শামি
    দাইফুল্লাহ আশ শামি

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ শামি বলেছেন, আবুধাবিতে হামলার মাধ্যমে দখলদার ইসরাইলকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অপরাধীদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করা হবে। আগ্রাসীদের রাজধানীগুলোতে যেসব হামলা হচ্ছে তা কেবল সতর্কবার্তা মাত্র। আরও অনেক কিছু অপেক্ষা করছে।

ইয়েমেনের সা'দা প্রদেশের কেন্দ্রীয় কারাগারে গতকা ল শুক্রবারের সৌদি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতিসংঘও এই অপরাধের সঙ্গে জড়িত। কারণ কিছু দিন আগেই রেডক্রসের প্রতিনিধিরা এই কারাগার পরিদর্শন করেছেন। এরপরই সেখানেই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হলো।

গতকাল সা'দার কেন্দ্রীয় কারাগারে সৌদি বিমান হামলায় ৮০ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছে।

এর আগে গত সোমবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত ও আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও ইয়েমেনে চলমান আগ্রাসনে সরাসরি জড়িত রয়েছে। আবুধাবিতে প্রতিশোধমূলক হামলার পর থেকেই ইয়েমেনের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ বাড়িয়ে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।