সিরিয়ার ভূখণ্ডে তুর্কি হামলা অব্যাহত; ১৪ পিকেকে সদস্য নিহত
সিরিয়া ভূখণ্ডে তুরস্কের অবৈধ হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার দু'টি এলাকায় পিকেকে গেরিলাদের ওপর হামলা চালানো হয়েছে। অতীতের বিবৃতিগুলোর মতো এবারও তুর্কি সেনাবাহিনী দাবি করেছে, পিকেকে গেরিলারা সেনাবাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এর আগেই তাদেরকে ঘায়েল করা হয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে হচ্ছে কুর্দিদের সংগঠন। সিরিয়া ও ইরাকে এই সংগঠনের তৎপরতা রয়েছে। এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান চালায় তুর্কি বাহিনী।
কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযানের অজুহাতে সিরিয়া ও ইরাকের সার্বভৌমত্বও লঙ্ঘন করে দেশটি। এ কারণে দুই দেশই তুরস্কের এ ধরণের অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।