ইসরাইল সফরে আমিরাতের ন্যাশনাল কাউন্সিল প্রতিনিধিদল
https://parstoday.ir/bn/news/west_asia-i103544-ইসরাইল_সফরে_আমিরাতের_ন্যাশনাল_কাউন্সিল_প্রতিনিধিদল
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের একটি প্রতিনিধিদল ইহুদিবাদী ইসরাইল সফরে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৪:০১ Asia/Dhaka
  • ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আমিরাতের ৩ সদস্যের প্রতিনিধিদল
    ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আমিরাতের ৩ সদস্যের প্রতিনিধিদল

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের একটি প্রতিনিধিদল ইহুদিবাদী ইসরাইল সফরে গেছে।

২০২০ সালের আগস্ট মাসে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সইয়ের পর এই প্রথম আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের কোনো প্রতিনিধিদল ইসরাইল সফল করল। প্রতিনিধিদলটি ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবে।

ইসরাইলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রাশিদ আল নুয়াইমি বলেন, "আমরা যখন আব্রাহাম চুক্তি সম্পর্কে কথা বলি তখন আমরা চাই, আপনারা বৃহত্তর পরিসর দেখবেন।"

তিনি বলেন, “এটি শুধু রাজনৈতিক চুক্তি নয় কিংবা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। এটি পুরো মধ্যপ্রাচ্যের পরিবর্তনের জন্য একটি চুক্তি।” নুয়াইমি এই চুক্তিকে সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে বাস্তবায়নের সুপারিশ করেন।

ইসরাইলের সংসদ নেসেট পরিদর্শনের আগে আমিরাতের প্রতিনিধিদলটি ইসরাইলের হলোকাস্ট স্মারক ইয়াদ ভাশেম পরিদর্শন করে।#

পার্সটুডে/এসআইবি/৮