আবুধাবিতে বিস্ফোরণ: সম্ভাব্য হামলার জন্য সতর্ক করেছে আমেরিকা
(last modified Wed, 09 Feb 2022 09:15:20 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৫:১৫ Asia/Dhaka
  • আবুধাবিতে বিস্ফোরণ
    আবুধাবিতে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাণিজ্যিক কেন্দ্রস্থলে গত মধ্যরাতে বড় রকমের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সর্তকতা জারি করেছে।

আমেরিকা সম্ভাব্য নতুন হামলার ব্যাপারে সতর্ক করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের ওপর কয়েক দফা বড় সামরিক অভিযান পরিচালনা করার প্রেক্ষাপটে এই বিস্ফোরণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমিরাত ও মার্কিন কর্তৃপক্ষ।

গত মধ্যরাতে আবুধাবির হামদান স্ট্রিটে প্রচণ্ড বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ ঘটনায় মার্কিন দূতাবাস সম্ভাব্য ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ফুটেজে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মধ্যম উচ্চতার একটি আবাসিক ভবনের শীর্ষ তলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছে- একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দমকল বাহিনী জরুরিভিত্তিতে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে এই ঘটনার পর ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাও বলছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি জোট সানার ওপর বিমান হামলা চালিয়েছে।

এর আগেও যতবার ইয়েমেন সংযুক্ত আরব আমিরাতের ওপর সামরিক অভিযান চালিয়েছে ততোবারই সৌদি জোট ইয়েমেনের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

গত ১৭ জানুয়ারি থেকে আরব আমিরাতে উচ্চ সর্তকতা জারি রয়েছে। ওইদিন প্রথম ইয়েমেনি সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের ওপর সামরিক অভিযান চালায়।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।