ফালুজায় দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখার পতন ঘটেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i10612-ফালুজায়_দায়েশের_প্রথম_প্রতিরক্ষা_রেখার_পতন_ঘটেছে
ফালুজা থেকে তাকফিরি সন্ত্রাস গোষ্ঠী দায়েশকে হঠিয়ে দেয়ার লড়াইয়ে ইরাকি বাহিনীর বিজয় অব্যাহত রয়েছে এবং দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখার পতন ঘটেছে। ইরাকি সেনাবাহিনী ফালুজার কাছাকাছি কারমা শহরকে দায়েশ মুক্ত করতে সক্ষম হয়েছে। এ শহরকে দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখা হিসেবে গণ্য করা হতো।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৯, ২০১৬ ১০:০০ Asia/Dhaka
  • ফালুজায় দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখার পতন ঘটেছে

ফালুজা থেকে তাকফিরি সন্ত্রাস গোষ্ঠী দায়েশকে হঠিয়ে দেয়ার লড়াইয়ে ইরাকি বাহিনীর বিজয় অব্যাহত রয়েছে এবং দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখার পতন ঘটেছে। ইরাকি সেনাবাহিনী ফালুজার কাছাকাছি কারমা শহরকে দায়েশ মুক্ত করতে সক্ষম হয়েছে। এ শহরকে দায়েশের প্রথম প্রতিরক্ষা রেখা হিসেবে গণ্য করা হতো।

এদিকে, বারকেশ এবং মুখতার নামের দুটি গ্রামকেও মুক্ত করেছে ইরাকি বাহিনী। লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ইরাকের স্বেচ্ছাসেবক বাহিনী।

এছাড়া, ফালুজার কাছে ব্যাপক সংখ্যক ইরাকি সেনা মোতায়েন করা হয়েছে। চলতি মাসের ২২ তারিখ থেকে ফালুজা মুক্ত করার অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। এরইমধ্যে ফালুজার পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহর ও গ্রামকে মুক্ত করা হয়েছে।

রাজধানী বাগদাদ থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফালুজা। ২০১৪ সালের জানুয়ারি মাসে এটি দখল করেছিল দায়েশ।#

পার্সটুডে/মূসা রেজা/সিরাজুল ইসলাম/২৯