চলতি সপ্তাহে সৌদি সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
(last modified Tue, 26 Apr 2022 14:35:01 GMT )
এপ্রিল ২৬, ২০২২ ২০:৩৫ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান ও এরদোগান
    সৌদি রাজা সালমান ও এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চলতি সপ্তাহে সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এরদোগান এ‌ সফরের পরিকল্পনা করেছেন।

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এই ঘটনায় দু দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এই ইস্যুতে সৌদি আরব তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।

নিহত সাংবাদিক জামাল খাশোগি

নাম প্রকাশ না করার শর্তে সফরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এ সফরের সময়সূচি ঠিক হয়েছিল তবে কিছু কারণে তা আগামী মাসে চলে যেতে পারে।  

তুরস্কের আদালত গত মাসে খাশোগি হত্যার মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ২৬ আসামির অনুপস্থিতিতে এতদিন এ মামলা চললেও তুরস্কে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২৬