ইসরাইলি সেনাদের গুলিতে আলজাজিরার সাংবাদিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i107788-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আলজাজিরার_সাংবাদিক_নিহত
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০২২ ১৩:৪৬ Asia/Dhaka

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বুধবার) ইহুদিবাদী সেনারা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় এবং ওই হামলার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল-কুদস পত্রিকায় আরেক সাংবাদিক আহত হযন। হাসপাতলে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সেনা অভিযানের প্রতিবাদ করছেন কয়েকজন ফিলিস্তিনি

আল-জাজিরার রামাল্লা প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছে, শিরিন আখলার মাথায় একটি গুলিবিদ্ধ হয়। এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনি সাংবাদিক সমাজের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন নিদা ইব্রাহিম।

শিরিন আবু আখলা ২০০০ সাল থেকে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের সঙ্গে কাজ করে আসছিলেন। ওই বছর ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হয়।

ফিলিস্তিনি সাংবাদিক আলী আসমুয়াদি ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজকে জানান, ইসরাইলী সেনারা যখন গুলি চালায় তখন তাদের গায়ে প্রেস ভেস্ট ছিল। এরপরও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১