কুদস দখলদারদের নির্মূল করা পর্যন্ত প্রতিরোধ চলবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i108590-কুদস_দখলদারদের_নির্মূল_করা_পর্যন্ত_প্রতিরোধ_চলবে_হামাস
কুদস দখলদারদের নির্মূল করা পর্যন্ত প্রতিরোধ চলবে বলে ঘোষণা দিয়েছে হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২২ ১৬:৫৪ Asia/Dhaka
  • তাহের আল-নুনু 
    তাহের আল-নুনু 

কুদস দখলদারদের নির্মূল করা পর্যন্ত প্রতিরোধ চলবে বলে ঘোষণা দিয়েছে হামাস।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দফতরের প্রধান ইসমায়িল হানিয়ার উপদেষ্টা তাহের আল-নুনু আজ ওই ঘোষণা দেন। গতকাল এক হাজারের বেশি ইহুদি অধিবাসী ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় আকসা মসজিদ অঙ্গনে প্রবেশ করে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে মুসলমানদের প্রথম কেবলার সম্মান বিনষ্ট করতে দ্বিধা করে নি।

ফিলিস্তিনের রেডক্রস সোসাইটি জানিয়েছে উগ্র ইহুদিবাদীদের হামলায় গতকাল অন্তত ২০০ ফিলিস্তিনী আহত হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীর এবং অধিকৃত কুদস শহরের পর্বাঞ্চলের বিভিন্ন স্থানে চালানো হামলায় তারা আহত হয়।

আল-খালিজ অনলাইন নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার মিডিয়া উপদেষ্টা তাহির আল-নুনো বলেছেন: অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আরও ক্ষয়ক্ষতি রোধ করতে ইসমাইল হানিয়ার সাথে যোগাযোগ করেছে। জবাবে তিনি বলেছেন আকসা মসজিদে আগ্রাসন ক্ষমার অযোগ্য অপরাধ। কুদস দখলদারদেরকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে নির্মূল না করা পর্যন্ত প্রতিরোধ চলবে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।