জুন ০১, ২০২২ ১৭:৩৩ Asia/Dhaka
  • কৃষ্ণ সাগরে ন্যাটো জোটের সামরিক মহড়া (ফাইল ফটো)
    কৃষ্ণ সাগরে ন্যাটো জোটের সামরিক মহড়া (ফাইল ফটো)

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলত চাভুসওগ্লু বলেছেন, কৃষ্ণ সাগরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের যে মহড়ার পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করে দিয়েছে আঙ্কারা। ১৯৩৬ সালে সই হওয়া মন্ট্রিক্স কনভেনশন কৃষ্ণ সাগরে বিভিন্ন দেশের জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা দিয়েছে তুরস্ককে।

চাভুসওগ্লু বলেন, মন্ট্রিক্স কনভেনশন অনুসারে কৃষ্ণসাগরে ন্যাটো জোটের সামরিক মহড়া বাতিল করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় শামিল না হওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, তার দেশ চলমান উত্তেজনার রাশ টেনে ধরার চেষ্টা করছে এবং আলোচনায় মধ্যস্থতার মাধ্যমে চলমান সংঘাতের অবসানের চেষ্টা করছে। সে ক্ষেত্রে তুরস্ক যদি পশ্চিমা নিষেধাজ্ঞায় যুক্ত হয় তাহলে মধ্যস্থতাকারী হিসেবে আঙ্কারা ভূমিকা পালন করতে পারবে না।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলত চাভুসওগ্লু

কৃষ্ণ সাগরে ন্যাটো জোটের সামরিক মহড়া বাতিলের ক্ষেত্রে মন্ট্রিক্স কনভেনশন প্রয়োগ সম্পর্কে তিনি বলেন, "আমরা কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ প্রবেশের ক্ষেত্রে এই কনভেনশন প্রয়োগ করেছি কিন্তু আকাশ উন্মুক্ত আছে।” তিনি আরো বলেন, আমরা রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি ফলে আমাদের দায়িত্ব পরিপূর্ণ করার জন্য আমাদের দায়বদ্ধতা আছে।”

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর তুরস্ক বসফরাস প্রণালী দিয়ে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে দেয় নি। তবে যে সমস্ত জাহাজ বাইরে থেকে রাশিয়ার বন্দরে ফিরে আসার চেষ্টা করেছে তাদের ক্ষেত্রে মন্ট্রিক্স কনভেনশন প্রয়োগ করা হয়নি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে আবারো জোর দিয়ে বলেন, মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক পশ্চিমা নিষেধাজ্ঞা শামিল হবে না তবে জাতিসংঘ যদি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে সমর্থন করবে আঙ্কাকারা।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ