লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞদের অভিমত
‘ইসরাইলি শত্রুদের সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক করবে না বৈরুত’
-
বৈরুত মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
লেবাননের একদল ধর্মীয় বিশেষজ্ঞ অত্যন্ত জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেছেন।
গতকাল (রোববার) বৈরুত মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরাইল এবং লেবাননের মধ্যে কোনো মানবিক কিংবা ধর্মীয় যোগাযোগ নেই বরং লেবাননের সংবিধান অনুযায়ী ইসরাইল হচ্ছে শত্রু। বর্তমানে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব সংবিধান লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছেন তাদের কঠোর সমালোচনা করেন লেবাননের এই ইসলামি বিশেষজ্ঞরা।
বিবৃতিতে বলা হয়েছে, কোনো প্রেক্ষাপটেই ইসরাইলি শত্রুদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না এবং আইন সবার ঊর্ধ্বে। লেবাননের এসব ইসলামি বিশেষজ্ঞ সুস্পষ্ট করে বলেছেন, যেখানে বিভক্তির বীজ বপন করা হয় এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনকে বাধা সৃষ্টি করা হয় সেটি লেবাননের জাতীয় স্বার্থ রক্ষার কেন্দ্র হতে পারে না বরং ধর্মীয় প্রতিষ্ঠানই হতে পারে এমন কোন কেন্দ্র যেখান থেকে জাতীয়তাবাদ এবং দেশের ঐক্যের পক্ষে কথা বলা হবে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি এসভেন কুপম্যান্স লেবানন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং হিজবুল্লাহ নেতাদের কাছে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি পরিকল্পনা উপস্থাপন করার পর লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞরা এই বিবৃতি দিলেন।
এ প্রস্তাবে ইউরোপের নেতারা ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে লেবাননকে খাদ্যশস্য, ওষুধ এবং বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং লেবাননের রাজনৈতিক কাঠামোয় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ছাড় পাবে।
এই প্রস্তাব প্রত্যাখ্যান করে গতকাল কর্মকর্তা বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং লেবানন কখনো এই ধরনের কাজ করবে না।#
পার্সটুডে/এসআইবি/২৫