ইরান থেকে আরও তেল-গ্যাস কিনব: এরদোগানের ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i111044-ইরান_থেকে_আরও_তেল_গ্যাস_কিনব_এরদোগানের_ঘোষণা
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৬, ২০২২ ১৫:০৪ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।

তিনি জানান, ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে। বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য রয়েছে এটি তার তিন গুণ।

সাম্প্রতিক সফরের সময় ইরানের সঙ্গে তুরস্কের সই হওয়া গুরুত্বপূর্ণ আটটি চুক্তির কথা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এসব চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থাগুলোকে সমর্থন দেয়া, রেডিও ও টেলিভিশন খাতে সহযোগিতা এবং ইরান ও তুরস্কের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তা সংস্থার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা।

তুরস্ক আগে থেকেই ইরান হতে তেল-গ্যাস আমদানি করে থাকে। নিকটতম প্রতিবেশী হওয়ায় অনেক কম খরচে তুরস্ক ইরানের তেল ও গ্যাস কিনতে পারে। তেল এবং গ্যাসের সরবরাহকারী হিসেবে ইরান অত্যন্ত বিশ্বস্ত অংশীদার বলেও তুরস্ক মনে করেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।