ইসরাইলকে অবশ্যই পরমাণু অস্ত্র ধ্বংস করে এনপিটিতে যোগ দিতে হবে: ইরান
(last modified Tue, 23 Aug 2022 13:31:10 GMT )
আগস্ট ২৩, ২০২২ ১৯:৩১ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভানচি
    মাজিদ তাখতে রাভানচি

জাতিসংঘে নিয়োজিত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে এবং ১৯৯৫ সালে আন্তর্জাতিক সমাজ যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি গ্রহণ করেছে তাতে যোগ দিতে হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এনপিটি পর্যালোচনা বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতায় মাজিদ তাখতে রাভানচি এসব কথা বলেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রধর দেশগুলোর ভাণ্ডারে পরমাণু অস্ত্র থাকা এবং পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলা কিংবা পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানোর পক্ষে যুক্তি তুলে ধরা- সবই পরস্পর বিরোধী তৎপরতা। নিজেদের ভাণ্ডারে পরমাণু অস্ত্র রেখে তারা এভাবে কথা বলতে পারে না।

মার্কিন সরকারের দৈত্য অবস্থানের সমালোচনা করে ইরানি প্রতিনিধি বলেন, কোনরকমের দেরি না করে এবং কোনরকমের শর্ত ছাড়াই ইসরাইলকে এনপিটিতে যোগ দিতে হবে। পাশাপাশি তার হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে সেগুলোকে প্রকাশ্যে আনতে হবে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারিতে রাখতে হবে। তারা বর্তমানে কী ধরনের পরমাণু তৎপরতা চালাচ্ছে সে ব্যাপারেও আইআইএকে স্বচ্ছ ধারণা রাখতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।