ইরানের তেলের অনুদান হবে নতুন জ্বালানি পরিকল্পনার জন্য মৌলিক বিষয়: লেবানন
-
ইরানি তেল ট্যাংকার
লেবাননের জ্বালানিমন্ত্রী ওয়ালিদ ফাইয়াজ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে অনুদানকৃত তেলের চালান খুব শিগগিরই বৈরুত এসে পৌঁছাবে এবং তার ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সংস্কার করা হবে। এক্ষেত্রে ইরানের তেলের চালান হবে বৈরুতের পরিকল্পনার মৌলিক বিষয়।
গতকাল (শনিবার) ফাইয়াজ বলেন, ইরান থেকে বিনামূল্যে তেল সরবরাহ লেবাননের জ্বালানি মন্ত্রণালয়কে শক্তিশালী করবে যার ভিত্তিতে এ খাতে অর্থ এবং গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো যাবে।
গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুজতবা আমানির সঙ্গে বৈঠকের পর লেবাননের জ্বালানিমন্ত্রী এই বক্তব্য দেন। এর দুই দিন আগে খবর বেরিয়েছিল যে, রাষ্ট্রদূত মুজতবা আমানি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে দেখা করে ইরানের পক্ষ থেকে বিনামূল্যে উপহার হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছেন।
লেবানন যখন নানামুখী অর্থনৈতিক সংকটে ভুগছে তখন ইরানের পক্ষ থেকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এই তেল পাঠানোর প্রস্তাব দেয়া হয়।
লেবানন বর্তমানে এতটাই জ্বালানি সংকটে ভুগছে যে, অনেক বসতবাড়ি এবং বাণিজ্যকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।#
পার্সটুডে/এসআইবি/১১