রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দিতে রিয়াদের প্রতি হানিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i113674-রাজকীয়_ফরমান_জারি_করে_ফিলিস্তিনিদের_মুক্তি_দিতে_রিয়াদের_প্রতি_হানিয়ার_আহ্বান
সৌদি আরবের আটক সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে সৌদি রাজা ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৯:৫১ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

সৌদি আরবের আটক সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে সৌদি রাজা ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানান। তিনি বলেছেন, হামাস চায় সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে নীতি-অবস্থান গ্রহণ করুক। অতীতে যেমন সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান হিসেবে ছিল এখনও যাতে সেরকরমই থাকে। রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান হামাসের এই শীর্ষ নেতা।

গত কয়েক বছর ধরে বহু ফিলিস্তিনিকে আটকে রেখেছে সৌদি আরব। এর মধ্যে হামাসের প্রভাবশালী ব্যক্তিত্ব ড. মো. আল খুদারিও রয়েছেন।

এর আগেও হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানায় হামাস। তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। একইভাবে অন্য ফিলিস্তিনিদেরকেও আটক রাখা হয়েছে।

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ড. খুদারিসহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দাবি করেছে। সংগঠনটি জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে যখন ড. খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে তার আগ মুহূর্তে হামাসের এ নেতা মূত্রথলির অপারেশন করান এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।