ইরান-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রীর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/west_asia-i114950-ইরান_রাশিয়ার_ঘনিষ্ঠ_সম্পর্কে_ইসরাইলি_প্রধানমন্ত্রীর_উদ্বেগ
রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে 'মহাবিপদ' হিসেবে মনে করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২২ ১৮:১৩ Asia/Dhaka
  • ইয়ায়ির লাপিদ
    ইয়ায়ির লাপিদ

রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে 'মহাবিপদ' হিসেবে মনে করছেন।

তার মতে, এই দুই দেশের সম্পর্ককে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বসে থাকা যাবে না। এ অবস্থায় নিয়মিত এই সম্পর্কের পর্যায় পর্যালোচনা করতে হবে এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে।

ইউক্রেন পরিস্থিতির বিষয়ে আমেরিকার সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন।

ইসরাইলি দৈনিক 'দ্য টাইমস অব ইসরাইল' এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অস্ত্র সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি।#  

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।