'হিজবুল্লাহর রকেট ছোঁড়া শুরু হলে বাংকারে ঢোকার সময়ও আমরা পাবো না'
https://parstoday.ir/bn/news/west_asia-i118314-'হিজবুল্লাহর_রকেট_ছোঁড়া_শুরু_হলে_বাংকারে_ঢোকার_সময়ও_আমরা_পাবো_না'
ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ইসরাইলি সামরিক প্রস্তুতি ও পরিস্থিতিকে বেশ দুঃখজনক বা ট্র্যাজিক বলে মন্তব্য করেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ১৯:১৭ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ইসরাইলি সামরিক প্রস্তুতি ও পরিস্থিতিকে বেশ দুঃখজনক বা ট্র্যাজিক বলে মন্তব্য করেছে। 

ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ইসরাইলি সামরিক প্রস্তুতি ও পরিস্থিতিকে বেশ দুঃখজনক বা ট্র্যাজিক বলে মন্তব্য করেছে। 

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত এ সম্পর্কিত এক প্রবন্ধে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে প্রায় দেড় লাখ রকেট রয়েছে এবং এর রিদওয়ান নামের বিশেষ বাহিনী ইসরাইলের প্রতি  সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করেছে।

একজন ইসরাইলি মেজরের মন্তব্যে বলা হয়েছে, হিজবুল্লাহর সেনারা সিরিয়ায় অভিজ্ঞতা অর্জন করেছে। তারা বেশি স্বনির্ভর যোদ্ধা এবং তাদের গোলা-বারুদের শক্তিও বেশি। এ ছাড়াও তারা পর্যবেক্ষণ টাওয়ার ও যুদ্ধের বিন্যাস বা রণ-কাঠামো তৈরিতেও বেশি দক্ষ।

ইসরাইলের ওই সেনা কর্মকর্তা আরও বলেছেন, হিজবুল্লাহর রিদোয়ান কমান্ডোরা যদি রকেট ছোঁড়া শুরু করে তাহলে বাংকার বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার সময়ও আমরা পাবো না। গত কয়েক মাস ধরে লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ টাওয়ারসহ নানা সামরিক স্থাপনা গড়ে তুলেছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন। 

হিজবুল্লাহর গেরিলারা আবারও ইসরাইলের ওপর হামলা চালাতে পারে বলে ওই প্রবন্ধে আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।

গত রোববার হিজবুল্লাহ সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে যে গেরিলারা অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলে ঢুকে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে এবং সাফল্য অর্জন করছে। 

ইসরাইল সিরিয়ায় মাঝে মধ্যেই হামলা চালিয়ে আসছে। কিন্তু লেবাননের হিজবুল্লাহ নীরবে নিখুঁত মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুরপাল্লার  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে আসলেও ইসরাইল এর জবাব দিতে পারছে না বলে ওই প্রবন্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইল যে হিজবুল্লাহর ব্যাপক সক্ষমতা ও যুদ্ধ-প্রস্তুতি নিয়ে গভীর আতঙ্কে রয়েছে তা ফুটে উঠেছে জেরুজালেম পোস্টের ওই প্রবন্ধে। চলতি শতকের গোঁড়ার দিকে ইসরাইল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে দুই বার বড় ধরনের যুদ্ধ শুরু করলেও ব্যাপক পরাজয়ের স্বাদ নিয়ে দুই বারই পিছু হটতে বাধ্য হয়েছিল। #

পার্সটুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।