চলতি জানুয়ারি মাসে পশ্চিম তীরে ৩৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i119072-চলতি_জানুয়ারি_মাসে_পশ্চিম_তীরে_৩৫_জন_ফিলিস্তিনি_শহীদ_হয়েছে
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে: চলতি জানুয়ারি মাস পশ্চিম তীরে ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই মাস সবচেয়ে বেশি শহীদের রক্তক্ষয়ী মাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka
  • শহীদ ফিলিস্তিনী (ফাইল ফটো)
    শহীদ ফিলিস্তিনী (ফাইল ফটো)

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে: চলতি জানুয়ারি মাস পশ্চিম তীরে ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই মাস সবচেয়ে বেশি শহীদের রক্তক্ষয়ী মাস।

ইহুদিবাদীরা তাদের আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। বর্বর ইসরাইলি সেনারা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের নির্বিচারে শহীদ অথবা আহত করছে। বহু ফিলিস্তিনিকেও তারা বিনা কারণে ধরে নিয়ে কারাগারে পাঠাচ্ছে।

ফিলিস্তিনি টিভি নেটওয়ার্ক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জানুয়ারি মাসে ৮ শিশুসহ ৩৫ ফিলিস্তিনী শহীদ হয়েছে। পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত ফিলিস্তিনীদের এই সংখ্যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনারা ওই এলাকার বেশিরভাগ ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেনিন শহরে ২০ জন ফিলিস্তিনী শহীদ হয়েছেন। সবচেয়ে বেশি শাহাদাতের রেকর্ড এই শহরেই ঘটেছে।

সত্তর বছরেরও বেশি সময় ধরে দখলদার ইহুদিবাদী সেনাদের বুটের তলায় পিষ্ট হচ্ছে ফিলিস্তিনি জনগণের অধিকার। এই সময়ের মধ্যে বর্ণবাদী ইসরাইলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে নৃশংস অপরাধ চালিয়েছে।#

পার্সটুডে/এনএম/৩০

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।