জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
(last modified Mon, 06 Feb 2023 11:06:13 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka
  • পুতিন ও জেলেনস্কি
    পুতিন ও জেলেনস্কি

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ মাসে ইহুদিবাদী ইসরাইলের তখনকার প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মস্কো সফরে গেলে তার কাছে এই প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক দীর্ঘ সাক্ষাৎকারে পুতিনের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। গত শনিবার রাতে একটি ইউটিউব চ্যানেলে তার এই সাক্ষাৎকার প্রচারিত হয়।
সাক্ষাৎকারে নাফতালি বেনেট বলেন, “ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাকে হত্যা করতে চান? সাক্ষাতের সময় আমি এই প্রশ্ন পুতিনকে জিজ্ঞাসা করেছিলাম। জবাবে পুতিন বলেছিলেন, ‘আমি তাকে হত্যা করতে চাই না।পুতিনের এই উত্তরের পর নাফতালি বেনেট তাকে আরো প্রশ্ন করেন, “আপনার এই উত্তর শুনে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।জবাবে পুতিন আবারো বলেন, “আমি জেলেনস্কিকে হত্যা করবো না।

পুতিনের এমন মনোভাবের কথা পরে জেলেনস্কিকেও জানিয়েছেন নাফতালি বেনেট। তিনি বলেন, “জেলেনস্কিকে আমি বলেছি, পুতিন আপনাকে হত্যা করবেন না।তখন জেলেনস্কি তাকে বলেন, “আপনি কি নিশ্চিত?” জবাবে নাফতালি বেনেট জেলেনস্কিকে বলেন, “আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর হাতেগোনা যে কয়েকজন বিশ্বনেতা ও সরকার প্রধান প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাদেরই একজন নাফতালি বেনেট। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। এ কাজে তাকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে নাফতালি বেনেট সফল হতে পারেননি।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ