সিরিয়া সংকট:
আবারো সিরিয়ার ওপর ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, উপযুক্ত জবাব দিতে বলল ইয়েমেন
সিরিয়ার রাজধানীর দামেস্কের ওপর আবার ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে আজ (রোববার) ভোর পাঁচটার দিকে ওই হামলা চালানো হয়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি ইসরাইলের বিরুদ্ধে কার্যকর জবাব দেয়ার জন্য সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সিরিয়ার ভাইদের কাছ থেকে আমরা আরো কার্যকর জবাব আশা করি যা ইহুদিবাদী ইসরাইলকে এই ধরনের শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করবে।”
আবদুল মালিক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। ইসরাইল সরকারের জানা উচিত- সিরিয়ার ভেতরে তারা যতগুলো হামলা চালিয়েছে, ততগুলো হামলা ইসরাইলেও করা হবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।