ইহুদিবাদী ইসরাইল:
দখলদার ভূখণ্ডের বাসিন্দারা আগের চেয়ে বেশি হতাশ: কানয়ানি চাফি
-
নাসের কানায়ানি চাফি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: অধিকৃত ভূখণ্ড আগের যে-কোনো সময়ের চেয়ে অনেক বেশি গোলযোগপূর্ণ। অধিকৃত ভূখণ্ডের অবৈধ বসতির বাসিন্দারাও আগের চেয়ে অনেক বেশি হতাশ।
মেহর বার্তা সংস্থা জনিয়েছে, নাসের কানায়ানি চাফি আজ (শনিবার) এক টুইট বার্তায় এই মন্তব্য করেন। তিনি মাসজিদুল আকসায় পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের নামাজে ফিলিস্তিনিদের স্বতস্ফূর্ত উপস্থিতির প্রতি ইঙ্গিত করেন। জনাব কানয়ানি আরও লিখেছেন: প্রতি বছর পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের স্বাধীনতার আশা-আকাঙ্ক্ষা নতুন করে প্রাণ পায় এবং পবিত্র কুদসও স্বাধীনতার কাছাকাছি অগ্রসর হয়। তিনি বলেন: এবারের রমজানে ফিলিস্তিন জেহাদের ময়দানসহ আল-আকসা মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রেও প্রোজ্জ্বল ছিল।
ইরানেরএ কূটনীতিক আরও বলেন: অধিকৃত এলাকাগুলো এখন আগেও তুলনায় অনেক বেশি গোলযোগপূর্ণ। অবৈধভাবে নির্মিত স্থাপনার বাসিন্দারাও আগের চেয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। অপরদিকে ফিলিস্তিনীরা প্রতিরোধের সুফল লাভের ব্যাপারে আল্লাহর সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি আস্থাশীল। ফিলিস্তিনিরা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের ভূখণ্ড সম্পূর্ণ মুক্ত হবে এবং ইসরাইল নামক ক্যান্সার ধ্বংস হবে।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।