সিরিয়া শিগগিরই আরব লীগে ফিরতে সক্ষম হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i122796
জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, সিরিয়া শিগগিরি আরব লীগে ফিরতে সক্ষম হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আঞ্চলিক গ্রুপিংয়ের কারণে এক দশকের বেশি সময় ধরে দেশটি এই সংস্থার বাইরে রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৫, ২০২৩ ১৪:৪৪ Asia/Dhaka
  • সিরিয়া শিগগিরই আরব লীগে ফিরতে সক্ষম হবে

জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, সিরিয়া শিগগিরি আরব লীগে ফিরতে সক্ষম হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আঞ্চলিক গ্রুপিংয়ের কারণে এক দশকের বেশি সময় ধরে দেশটি এই সংস্থার বাইরে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে। আরব লীগের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও সমালোচনা করে আসছে সিরিয়া। দামেস্ক বলছে, সংস্থাটি সনদ লঙ্ঘন করে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

আরব লীগে সিরিয়ার ফেরা প্রসঙ্গে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ফিরে আসার জন্য সিরিয়ার পক্ষে এখন ২২ সদস্যের এই সংস্থায় অনেক ভোট রয়েছে। তবে এ প্রক্রিয়াটি খুব সহজ হবে না বরং যথেষ্ট জটিল ও কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবিইজএআর/ ৫