সিরিয়ার প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন রাজা সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i123026-সিরিয়ার_প্রেসিডেন্টকে_সৌদি_আরব_সফরের_আমন্ত্রণ_জানালেন_রাজা_সালমান
সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আজ (বুধবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০২৩ ১৭:৪৬ Asia/Dhaka
  • বাশার আসাদ
    বাশার আসাদ

সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আজ (বুধবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরব ও সিরিয়া কূটনৈতিক মিশন চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানোর পর সফরের আমন্ত্রণের এ খবর এলো।

রাজা সালমান

 

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, আগামী ১৯ মে সৌদি আরবের জেদ্দায় আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐ সম্মেলনে অংশ নিতে বাশার আসাদকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।  জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আজ (বুধবার) সিরিয়ায় গিয়ে বাশার আসাদের কাছে ঐ আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন। 

এ সময় বাশার আসাদ বলেন, জেদ্দায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে, এর ফলে এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ সুরক্ষিত হবে। সম্প্রতি আরব লীগ সিরিয়াকে আবারও সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। ১২ বছর পর সিরিয়াকে সংগঠনটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

২০১১ সালের নভেম্বরে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে দেশটির ওপর নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।