সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ সৌদি আরব সফরে যাচ্ছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i123338-সিরিয়ার_প্রেসিডেন্ট_বাশার_আসাদ_আজ_সৌদি_আরব_সফরে_যাচ্ছেন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ (বৃহস্পতিবার) সৌদি আরব সফরে যাচ্ছেন।প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  • বাশার আসাদ
    বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ (বৃহস্পতিবার) সৌদি আরব সফরে যাচ্ছেন।প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় আজ একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে বাশার আসাদ আজ আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেশক ত্যাগ করবেন।

আগামীকাল (শুক্রবার,১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর গত ১২ বছরে এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি সফরে যাচ্ছেন।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।