ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের বর্বর অভিযান, ৩ ফিলিস্তিনি শহীদ
(last modified Mon, 22 May 2023 05:39:35 GMT )
মে ২২, ২০২৩ ১১:৩৯ Asia/Dhaka

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী শিবিরে বর্বর ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (সোমবার) খুব ভোরে ইহুদিবাদী সেনারা নাবলুস শহরের পূর্বাঞ্চলে এই হামলা চালায়।

নিহত তিন ফিলিস্তিনির বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ড চালানোর পর ইহুদিবাদী সেনারা নাবলুস শহরের ওই শরণার্থী শিবিরে প্রবেশের পথ বন্ধ করে দেয় এবং উদ্ধারকারী অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কর্মীদের যেতে বাধা দেয়। আজকের অভিযানের বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইহুদিবাদী ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ফিলিস্তিন শহরে বর্বর হামলা জোরদার করেছে। এতে বহু সংখ্যক ফিলিস্তিনি এ পর্যন্ত শহীদ হয়েছেন এবং অনেকে আহত ও গ্রেফতার হয়েছেন।

গত কয়েক মাসে সবচেয়ে বেশি আগ্রাসন চালানো হয়েছে নাবলুস এবং জেনিন শহরে।#
পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।