তুরস্কে নির্বাচনের ভোট গণনা চলছে; ব্যাপক ব্যবধানে এগিয়ে এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i123726-তুরস্কে_নির্বাচনের_ভোট_গণনা_চলছে_ব্যাপক_ব্যবধানে_এগিয়ে_এরদোগান
তুরস্কের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন রজব তাইয়্যেব এরদোগান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৩ ২০:২০ Asia/Dhaka
  • তুরস্কে নির্বাচনের ভোট গণনা চলছে; ব্যাপক ব্যবধানে এগিয়ে এরদোগান

তুরস্কের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন রজব তাইয়্যেব এরদোগান।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ৫৭.০৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪২.৯১ শতাংশ ভোট। ৪২.৭৮ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া গেছে।

আজ (রোববার) স্থানীয় সময় সকাল আটটায় নির্বাচনের ভোটকেন্দ্র খোলা হয় এবং বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়। আজকের নির্বাচনে ভোটগ্রহণের জন্য তুরস্কে এক লাখ ৯২ হাজার নির্বাচনীকেন্দ্র খোলা হয়।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৪৯.৫ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪৪.৯% ভোট।

নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে বর্তমান  প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান ৫.২ ভাগ ভোট পেয়েছিলেন। ওগানের সমর্থনের কারণে ধারণা করা হচ্ছিল প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনে বিজয়ী হবেন।#

 পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।