ঘটনাস্থল পশ্চিম তীরের রামাল্লাহ
ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক গুলিতে ৪ ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরে চারজন অবৈধ ইহুদিবসতি স্থাপনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় ৬ ফিলিস্তিনি শহীদ এবং ৬৬ জন আহত হওয়ার একদিন পর এই পাল্টা হামলা হলো।
ইসরাইলি গণমাধ্যম গতকাল (মঙ্গলবার) বিকেলে এই হতাহতের ঘটনা সম্পর্কে খবর দিয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, নাবলুস ও রামাল্লাহ শহরের মাঝামাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে দুই ফিলিস্তিনি গুলি চালায়। এতে ৪ ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং আরো চারজন আহত হয়।
ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছেন, গোলাগুলির সময় এক ফিলিস্তিনি শহীদ হন। তার নাম মোহান্নাদ শেহাদে এবং তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাসসাম ব্রিগেডের সদস্য। কয়েক ঘণ্টা পর ইহুদিবাদী সেনারা এই হামলায় জড়িত আরেক ফিলিস্তিনিকেও হত্যা করে। তার নাম খালেদ সাবাহ।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১