কুরআন অবমাননাকারী দেশগুলোকে কড়া বার্তা দিতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
(last modified Sun, 30 Jul 2023 03:16:49 GMT )
জুলাই ৩০, ২০২৩ ০৯:১৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মুসলিম উম্মাহ তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা মেনে নিতে পারে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব মুসলিম তাদের পবিত্র ধর্মগ্রন্থ ও ইসলাম রক্ষা করার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ গতকাল (শনিবার) দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় শোকাবহ আশুরা উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন। গত এক মাস ধরে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সুইডেন ও ডেনমার্কের জেনে রাখা উচিত মুসলমানরা কখনও পবিত্র কুরআনসহ ধর্মীয় কোনো বিষয়ের অবমাননা সহ্য করবে না।

ডেনমার্কে কুরআন অবমাননাকে ইসলামের ওপর সরাসরি আগ্রাসন বলে মন্তব্য করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, “আমরা ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসির পক্ষ থেকে কুরআন অবমাননার বিষয়ে কঠোর অবস্থান প্রত্যাশা করি। তা  না হলে এই সংস্থা আমাদের ধর্ম রক্ষার যোগ্যতা হারিয়ে ফেলবে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, সবগুলো মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচিত ডেনমার্ক ও সুইডেনকে এই বার্তা প্রদান করা যে, এসব দেশে আবার কুরআনের অবমাননা করা হলে মুসলিম বিশ্ব তা সহ্য করবে না বরং মুসলিম দেশগুলো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ