ইসরাইলের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i126848-ইসরাইলের_কারখানায়_ভয়াবহ_বিস্ফোরণ_আহত_৩
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০২৩ ১২:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে এই বিস্ফোরণ ঘটে। তেল আবিবের উত্তরাঞ্চলে রামাত  হাশারন শিল্পাঞ্চলে এই কারখানাটি অবস্থিত।

স্থানীয় লোকজন জানিয়েছে, বিস্ফোরণের পর পর আকাশে বিশাল আকারের আলোর ঝলকানি দেখা যায় তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।

বিস্ফোরণের পরপরই পুলিশ এবং জরুরি বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত জুন মাসে ইসরাইলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি কারখানায় এ ধরনের আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।