ইসরাইল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i127378-ইসরাইল_সর্বাত্মক_যুদ্ধ_শুরু_করলে_নজিরবিহীন_পরাজয়ের_শিকার_হবে
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরাইলকে সতর্ক করে বলেছে, তারা এই অঞ্চলে একটি "সর্বত্মক যুদ্ধ" শুরু করলে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ১৯:৩৮ Asia/Dhaka
  • ইসরাইল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরাইলকে সতর্ক করে বলেছে, তারা এই অঞ্চলে একটি "সর্বত্মক যুদ্ধ" শুরু করলে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরি।

তিনি বলেন, বর্ণবাদ এবং ফ্যাসিবাদ দ্বারা পরিচালিত দখলদার ইসরাইল সরকার যদি তাদের উগ্রবাদী নীতি অব্যাহত রাখে তাহলে এই অঞ্চলের সর্বাত্মক একটি যুদ্ধ শুরু হবে। প্রতিরোধকামী সংগঠনগুলো এখন এই যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা নৈতিক শক্তিতে বলিয়ান। সালেহ আল-আরুরি বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে সবার অভিন্ন স্বার্থ রয়েছে এবং আঞ্চলিক এই যুদ্ধের সবাই অংশগ্রহণ করবে। এরমধ্যে সক্রিয় পক্ষগুলো সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
সালেহ আল-আরুরি সতর্ক করে বলেন, "আমরা নিশ্চিত যে, যদি আমরা সর্বাত্মক যুদ্ধের পর্যায়ে পৌঁছায় তাহলে ইহুদিবাদী ইসরাইল তার ইতিহাসে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে।" তিনি জানান, এই ধরনের যুদ্ধের বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে আলোচনা করছেন।
তিনি বলেন, “সর্বাত্মক যুদ্ধ ইসরাইলের জন্য একটি পরাজয়ের কারণ হবে এবং আমরা দেখছি যে ক্লাসিক্যাল যুদ্ধ বদলে গেছে; ইউক্রেনের সংঘাত তার প্রমাণ।”
হামাসের এই নেতা আরো বলেন, ৩০ বারের বেশি দখলদার সেনারা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালালেও তারা প্রতিরোধ আন্দোলনগুলোকে ধ্বংস করতে পারেনি বরং প্রতিরোধকামীরা আরো শক্তিশালী এবং দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। পুরো পশ্চিম তীরে এখন প্রতিরোধকামী যোদ্ধারা ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
সালেহ আল-আরুরি অধিকৃত পশ্চিম তীরের সমস্ত ফিলিস্তিনি তরুণকে যেকোনভাবে হোক, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধে সংগ্রামে অংশ নেয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/এসআইবি/২৭