রাতে নাজাফ থেকে কারবালা যাওয়ার পথে লাখো মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/west_asia-i127614
ইমাম হোসেইন আ. এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ইরাকের কারাবালায় লাখ লাখ জিয়ারতকারীর সমাগম ঘটে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  • রাতে নাজাফ থেকে কারবালা যাওয়ার পথে লাখো মানুষের ঢল

ইমাম হোসেইন আ. এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ইরাকের কারাবালায় লাখ লাখ জিয়ারতকারীর সমাগম ঘটে।

ইরান, ইরাক ছাড়াও বিশ্বের আরো বহু দেশ ও দূরদূরান্ত থেকে হোসেইন ভক্তরা প্রচণ্ড গরম উপেক্ষা করে কারবালায় ছুটে আসেন জিয়ারতের  উদ্দেশ্যে।  ইরাকের গরম আবহাওয়ার কারণে, ইমাম হোসেইনের ভক্তদের বেশিরভাগই দিনের বেলা বিশ্রাম নেন এবং নাজাফ থেকে কারবালার পথ ভ্রমণের জন্য রাতে হেঁটে যেতে পছন্দ করেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।