ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i127968-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_কাছে_পরিচয়পত্র_পেশ_করলেন_সৌদি_রাষ্ট্রদূত
তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ফলে সাত বছরের বিরতির পর দু’দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা আরো বেশি পাকাপোক্ত হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:৩৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত

তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ফলে সাত বছরের বিরতির পর দু’দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা আরো বেশি পাকাপোক্ত হলো।

ইরানে নিযুক্ত নয়া সৌদি রাষ্ট্রদূত গত সপ্তাহের মঙ্গলবার তেহরানে প্রবেশ করেন এবং গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আনজি বলেন, তার দেশের সরকার ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় এবং এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের নয়া রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি গত মঙ্গলবার রিয়াদে প্রবেশ করেন এবং তার বহু প্রত্যাশিত কূটনৈতিক মিশন শুরু করেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রিয়াদস্থ ইরান দূতাবাসের কূটনীতিকরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

গত মার্চ মাসে চীনের রাজধানী বেইজিংয়ে স্বাগতিক দেশের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে ২০১৬ সালে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়।

এরপর জুন মাসে ইরান আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস খোলে। একই মাসে তেহরানে সৌদি দূতাবাস চালু করা হয়। গতমাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করেন এবং সেখানে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে তার ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।