শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i128774-শান্তি_প্রক্রিয়ায়_সৌদি_আরবকে_আস্থা_তৈরির_পদক্ষেপ_নিতে_হবে_আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ও বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে আস্থা-তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৬:৪৯ Asia/Dhaka
  • শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে: আনসারুল্লাহ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ও বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে আস্থা-তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে হোসাইন আল-এজজি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে ইয়েমেনে ৯ বছরের সংঘাত অবসানের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন।

ইয়েমেনের অন্তর্বর্তী সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আল-এজজি এক্সে দেওয়া এক পোস্টে ওই অভিযোগ করেন। তিনি বলেন সানা এবং রিয়াদের উচিত শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া। সেইসঙ্গে তিনি শান্তি প্রক্রিয়ায় আস্থা তৈরির মতো কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। সেইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেসব পক্ষ শান্তি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করছে তাদের কথায় কান না দেওয়ার পরামর্শ দেন।

আনসারুল্লাহ বাহিনীর এই নেতা বলেন, বিশ্ব সমাজের উচিত তাদের নীতিতে এমনভাবে পরিবর্তন আনা যাতে তাদের নীতি রিয়াদ-সানা শান্তি প্রক্রিয়ার যৌথ উদ্যোগের অনুকূল হয় এবং যুদ্ধের অবসান ঘটে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক উচ্চ পরিষদের প্রধান মাহদি আল-মাশাত গত বুধবার বলেছেন, তাদের আলোচক দল সেপ্টেম্বরের মাঝামাঝিতে রিয়াদে বৈঠক করেছেন। ওই বৈঠকে যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদিআরবের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। কিন্তু পরবর্তীকালে কোনো কোনো মিডিয়া জানিয়েছে কোনো কোনো মহল শান্তি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।