হামাস এবং জিহাদ প্রতিরোধের দুই কৌশলগত অংশীদার: ফিলিস্তিনি কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i128894-হামাস_এবং_জিহাদ_প্রতিরোধের_দুই_কৌশলগত_অংশীদার_ফিলিস্তিনি_কর্মকর্তা
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের পদস্থ এক নেতা হামাস এবং জিহাদকে প্রতিরোধের কৌশলগত অংশীদার বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • হামাস এবং জিহাদ প্রতিরোধের দুই কৌশলগত অংশীদার: ফিলিস্তিনি কর্মকর্তা

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের পদস্থ এক নেতা হামাস এবং জিহাদকে প্রতিরোধের কৌশলগত অংশীদার বলে মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জিহাদ আন্দোলনের রাজনৈতিক শাখার নেতা ওয়ালিদ আল-কাতাতি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জিহাদ ছোট-বড় বহু সামরিক অভিযানে একে অপরকে সহযোগিতা করেছে।

কাতাতি আরও বলেন, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জেহাদ আন্দোলন পরস্পরে কৌশলগত অংশীদার। ইহুদিবাদী শত্রুর সাথে জেহাদ পরিচালনায় ‌উভয়ের দৃষ্টিভঙ্গি অভিন্ন বলেও তিনি মন্তব্য করেন

ফিলিস্তিনি এই কর্মকর্তা জোর দিয়েলেন: ইহুদিবাদী শত্রুর লক্ষ্য ছিল এই দুটি আন্দোলন যেন যৌথভাবে তাদেরকে মোকাবেলা করতে না পারে। তারা পৃথক পৃথকভাবে ফিলিস্তিনের এই দুটি দলের সঙ্গে লড়তে চেয়েছিল। এমন একটা উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিল যে তারা যেন কেবলমাত্র ইসলামী জিহাদের সাথে অথবা কেবল হামাসের সাথে যুদ্ধ করছে। এভাবে তারা ফেতনা সৃষ্টির পাঁয়তারা করতে চেয়েছিলকিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠী কখনোই ইসলামি জিহাদ আন্দোলন এবং হামাসের মধ্যে বিদ্রোহের বীজ বপন করতে পারবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী জিহাদ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই নেতা আরও বলেন: ইসলামি জিহাদ আন্দোলন হামাসের সঙ্গে কোনোরকম দূরত্ব অনুভব করে না।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।