"আমাদের হাতে নতুন করে ইসরাইলি সেনা বন্দি হয়েছে"
https://parstoday.ir/bn/news/west_asia-i129132-আমাদের_হাতে_নতুন_করে_ইসরাইলি_সেনা_বন্দি_হয়েছে
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তারা নতুন করে আর একদল ইসরাইলি সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিশাল আকারের সামরিক অভিযান এখনো চলছে। 
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১৪:৫১ Asia/Dhaka
  • আবু উবাইদা
    আবু উবাইদা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তারা নতুন করে আর একদল ইসরাইলি সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিশাল আকারের সামরিক অভিযান এখনো চলছে। 

গতকাল রোববার রাতে এক রেকর্ড করা বিবৃতিতে তিনি এই তথ্য জানান। আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, অভিযানের দ্বিতীয় দিন রোববার তারা ইসরাইলের একদল সেনাকে আটক করতে সক্ষম হন এবং তাদেরকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, গতকাল ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক হওয়ার পর একদল ইসরাইলি সেনা তাদেরই কয়েকজন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এবং এ বিষয়ে হামাসের হাতে রেকর্ড করা ভিডিও রয়েছে।

হামাসসহ ফিলিস্তিনের আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশালাকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত কয়েকশো সেনাসহ ৭০০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া, আরো ৭০০'র বেশি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী নিখোঁজ রয়েছে।

এর আগে গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা জানান, "ইসরাইলি কর্তৃপক্ষ যে বন্দির সংখ্যা বলছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। শুধু আমাদের হাতেই ৩০ জনের বেশি সেনা বন্দি রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।