জোসেপ বোরেলের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
পাশ্চাত্য ইসরাইলি অপরাধ বন্ধের ব্যবস্থা নিলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না
-
বোরেল (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)
ইরান বলেছে, বিগত মাসগুলোতে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলে বিশাল আকারের অভিযান চালিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে সোমবার এক ফোনালাপে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ‘আল-আকসা তুফান’ অভিযানের তৃতীয় দিনে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
ইসরাইলি গণমাধ্যমগুলোর তথ্যমতে, ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে এ পর্যন্ত ৯০০ ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত ও অপর ২,৬০০ জনের বেশি আহত হয়েছে।
ফোনালাপে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের ‘পদ্ধতিগত অপরাধযজ্ঞের’ ব্যাপার পাশ্চাত্যের নীরবতার তীব্র নিন্দা জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপসহ গোটা পাশ্চাত্য যদি দ্বৈত ভূমিকা না নিত এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিত তাহলে হয়তো আজ ফিলিস্তিনি যোদ্ধাদের এই অভিযান চালানোর প্রয়োজন হতো না। ইরানের এই শীর্ষ কূটনীতিক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
এ সময় জোসেপ বোরেল দাবি করেন, ইইউ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যকলাপ অপছন্দ করে। তিনি বলেন, এই মুহূর্তে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই ব্যবস্থা করতে হবে।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি নির্বিচার আগ্রাসন অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় অন্তত ৬৮৭ ফিলিস্তিনি নিহত ও ৩,৭২৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪০ শিশু ও ১০৫ নারী রয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।