অক্টোবর ১২, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka
  • সাংবাদিকদের সাথে কথা বলছেন মাইকেল ম্যাককল
    সাংবাদিকদের সাথে কথা বলছেন মাইকেল ম্যাককল

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, ইসরাইলের ভেতরে হামাসের অভিযান চালানোর তিনদিন আগে তেল আবিব বিষয়টি জানতে পেরেছিল। এ বিষয়ে মিশর সরকার ইসরাইলকে সতর্ক করেছিল।

গতকাল (বুধবার) রিপাবলিকান দলের প্রভাবশালী আইনপ্রণেতা ম্যাককল সাংবাদিকদের একথা বলেন। এর আগে ক্যাপিটল হিলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেন।

ম্যাককল বলেন, “আমরা জানি যে, মিশর তিনদিন আগে ইসরাইলকে সতর্ক করেছিল যে, এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে। আমি বিষয়টিকে ক্লাসিফায়েড করছি না  তবে একটি সর্তকতা দেয়া হয়েছিল।”

এর আগে সোমবার বার্তা সংস্থা এপি জানিয়েছিল, মিশরের গোয়েন্দাদের পক্ষ থেকে বার বার সতর্কতা জানানো হয় যে, হামাস বড় কিছু পরিকল্পনা করছে; তারপরেও ইসরাইল তা অগ্রাহ্য করে। তবে মিশর কীভাবে ইসরাইলকে এই সতর্ক বার্তা জানিয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি এপি।

গত শনিবার হামাস ও ফিলিস্তিনের অন্য কয়েকটি সংগঠন ইসরাইলের ভেতরে অভিযান শুরু করে। হামাসের অভিযানে এ পর্যন্ত ১২০০’র বেশি ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারী নিহত ও ৩২০০ আহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলের বিমান হামলায় ১১০০ ফিলিস্তিনি শহীদ এবং ৫০০০ আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২

 

ট্যাগ