দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i129312-দামেস্ক_ও_আলেপ্পো_বিমানবন্দরে_ইসরাইলের_বিমান_হামলা
সিরিয়ার রাজধানী দামেস্ক ও দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর বিমানবন্দরগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে দু’টি বিমানবন্দরই অকার্যকর হয়ে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৩, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্ক ও দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর বিমানবন্দরগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে দু’টি বিমানবন্দরই অকার্যকর হয়ে পড়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সেদেশের সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। এটি বলেছে, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের রানওয়েতে গোলা এসে পড়ায় বিমান ওঠানামা বন্ধ করে দিতে হয়েছে।  সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, “আগ্রাসী ইসরাইলি বাহিনী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে।”

এ সময় সিরিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দু’টি হামলায় বিমানবন্দরের রানওয়ের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

ইসরাইলি বাহিনী এমন সময় সিরিয়ায় হামলা চালাল যখন তারা জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইতিহাসের ভয়াবহতম হামলা চালাচ্ছে। গত ছয়দিনের একটানা বোমাবর্ষণে গাজার অন্তত ১,৩৫৪ ফিলিস্তিনি শহীদ ও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকায় পোড়ামাটি নীতি অবলম্বন করছে তেল আবিব। বিমান হামলা চালিয়ে একের পর এক আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে তারা।

গত শনিবার সকালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ‘আল-আকসা তুফান’ নাম দিয়ে ইসরাইলে অকস্যাৎ হামলা চালায়। এরপর ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। আর আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব এ যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশে রয়েছে। আমেরিকা এরইমধ্যে তেল আবিবের কাছে অস্ত্রের চালান পাঠানোর পাশাপাশি ভূমধ্যসাগরে স্ট্রাইকিং ফোর্সসহ বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৩