দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালালো ইসরাইল, নিহত ৪
https://parstoday.ir/bn/news/west_asia-i129520-দক্ষিণ_লেবাননে_হোয়াইট_ফসফরাস_বোমা_দিয়ে_হামলা_চালালো_ইসরাইল_নিহত_৪
ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করেছে। এত অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ১১:৪৫ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালালো ইসরাইল, নিহত ৪

ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করেছে। এত অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, দিনের প্রথম দিকে ইসরাইলি সেনারা এসব হামলা চালায় যাতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমাও ব্যবহার করা হয়েছে। 

১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুসারে, শত্রুর অবস্থান লক্ষ্য করে সরাসরি হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালানো নিষিদ্ধ করা হয়। এই বোমা মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না বলে আইন করা হয়। কনভেনশন লঙ্ঘন যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলেও উল্লেখ করা হয়। তবে ইসরাইল এই কনভেনশন সবসময় লঙ্ঘন করে আসছে। এর আগেও ইহুদিবাদী সেনারা গাজা ও লেবাননের ওপর হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে।

এদিকে, গতকাল লেবানন থেকে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের মেতুলা শহরে পড়ে এবং এতে তিন ইসরাইলি আহত হয়। লেবাননের কোনো গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

গত কয়েকদিন ধরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের সেনাদের মধ্যে মাঝেমধ্যেই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে আশংকা করা হচ্ছে- লেবানন সীমান্তে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।